ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘুষ গ্রহণের অভিযোগ ॥ খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধান আটক

প্রকাশিত: ০৯:২৩, ৬ নভেম্বর ২০১৯

ঘুষ গ্রহণের অভিযোগ ॥ খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধান আটক

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার রাষ্ট্রায়ত্ত খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধান (জিএম) মোস্তফা কামালকে ঘুষ গ্রহণের অভিযোগে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মিলের নিরাপত্তা কমান্ডারের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় ফাঁদ মামলায় মঙ্গলবার দুপুরে মিলের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। দুদক সূত্র জানায়, খালিশপুর জুট মিলের নিরাপত্তা প্রহরীর মোঃ নূরুল আমিন বাবুসহ চারজনকে ভারপ্রাপ্ত গার্ড কমান্ডার পদে পদোন্নতি দেন প্রকল্প প্রধান মোস্তফা কামাল। একই সঙ্গে পদোন্নতি বাবদ জনপ্রতি ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন তিনি। কিন্তু গত ঈদ উল আজহার সময় উক্ত পদ থেকে সরিয়ে দেয়ার ভয় দেখিয়ে তিনি পুনরায় ভারপ্রাপ্ত গার্ড কমান্ডার নূরুল আমিন বাবুর কাছ থেকে আরও ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। সর্বশেষ সম্প্রতি ওই পদে নতুন করে লোক নিয়োগ দেয়ার কথা বলে মোস্তফা কামাল আবারও তার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ ঘটনায় বাবু ক্ষুব্ধ হয়ে তাকে ১০ হাজার টাকা ঘুষ প্রদানের প্রতিশ্রুতি দেয়। পাশপাশি এ বিষয়ে আইনী ব্যবস্থা নিতে দুদক খুলনার পরিচালক বরাবর আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার দুপুরে তাকে আটক করে।
×