ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বীকৃতিহীন কাজের মূল্য জিডিপির ৪৯ শতাংশ

প্রকাশিত: ১১:৪৬, ৫ নভেম্বর ২০১৯

স্বীকৃতিহীন কাজের মূল্য জিডিপির ৪৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের কর্মজীবী নারীরা বিভিন্ন রকম অবৈতনিক গৃহস্থালি কাজে ব্যয় করেন ৩ ঘণ্টার বেশি যেখানে কর্মজীবী পুরুষরা দেন ১ ঘণ্টার মতো। বেকার নারীরা ঘরের কাজে সময় দেন দ্বিগুণ, প্রায় ৬ ঘণ্টা, যেখানে পুরুষদের অবদান দেড় ঘণ্টার কিছু বেশি। সবমিলিয়ে আর্থিক স্বীকৃতি বিহীন নারী ও পুরুষের এমন কাজের মূল্য জিডিপির প্রায় ৪৯ শতাংশ, যেখানে নারীদের অবদানই বেশি। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এ উঠে এলো এমন সব তথ্য। এক সময়ের অন্তঃপুরের সেই বন্দী নারী এখন আর অবলা নয়। একটু একটু করে উঠে এসেছে রাজনীতি, পররাষ্ট্র কিংবা অর্থনীতির বিভিন্ন পদের শীর্ষে। তারপরও কোন এক অলিখিত নিয়মে ঘর সামলানোর সব দায়িত্ব যেন তাদের কাঁধেই। বেসরকারী গবেষণা সংস্থা সানেমের পর্যবেক্ষণ বলছে, দেশের কর্মজীবী নারীরা অফিস-আদালত সামলানোর পাশাপাশি ঘরের কাজে প্রতিদিন গড়ে ব্যয় করেন ৩ ঘণ্টারও বেশি। যেই কাজের নেই কোন আর্থিক স্বীকৃতি। কর্মজীবী পুরুষরা সেখানে করেন ১ ঘণ্টার মতো। বেকার নারীরা ঘর সামলাতে সময় দেন দ্বিগুণ, প্রায় ৬ ঘণ্টা যেখানে পুরুষরা দেন দেড় ঘণ্টার কিছু বেশি। আর শ্রমজীবী নন এমন নারীরা ঘরের কাজে সময় দেন প্রায় সাড়ে ৬ ঘণ্টা। সানেমের গবেষণায় দেখা যায়, নারী ও পুরুষের এমন অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্য জিডিপির প্রায় ৪৯ শতাংশ। যেখানে নারীর অবদান প্রায় ৮২ শতাংশ। গবেষণায় সরকারের শ্রমজরিপ ২০১৬-১৭ এবং টাইম ইউজ সার্ভে-২০১২ এর তথ্য ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে এ্যান্টি ডাম্পিং আইন ভঙ্গ অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনের সঙ্গে দ্বীপক্ষীয় বাণিজ্যে এ্যান্টি ডাম্পিং আইন ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। ২০১৩ সালে ওয়াশিংটনের বিরুদ্ধে বেইজিংয়ের করা অভিযোগের প্রেক্ষিতে এ রায় দেয় বিশ্ব বাণিজ্য সংস্থা। নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত রায়ে সংস্থাটি আরও জানায়, এ্যান্টি ডাম্পিং আইন ভঙ্গের জরিমানা হিসেবে ৩৬০ কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্কারোপ করতে পারবে চীন। ৬ বছর আগে দেয়া অভিযোগপত্রে ৭শ’ কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্কারোপের আবেদন করে বেইজিং। দাবি আদায় না হলেও শুল্কারোপের জন্য পণ্য বাছাইয়ে স্বাধীনতা পাবে এশিয়ার দেশটি। তবে বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার এ রায়ের ফলে বাণিজ্য দ্বন্দ্ব অবসানে চীন-যুক্তরাষ্ট্রের আলোচনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
×