ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা ছেলেসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৮, ৫ নভেম্বর ২০১৯

পাথরঘাটায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা ছেলেসহ ৩ জনের মৃত্যু

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৪ নবেম্বর ॥ পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে। একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকা শোকের মাতম বইছে। মৃতরা হলেন, আ. মন্নানের পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের ছেলে মোঃ রাসেল (১৪) ও রাসেলের মা মোসাঃ হামিদা বেগম (৩৫)। এরা সকলেই কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামের বাসিন্দা। জানা যায়, সকালে দেলোয়ার মিয়া বাগান থেকে সুপারি গাছ কাটতে গেলে ওইগাছ হেলেপরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এতে প্রথমে দেলোয়ার বিদ্যুতপৃষ্ট হয়। তার চিৎকারে ভাইয়ের ছেলে রাসেল ও পরে ভাইয়ের স্ত্রী হামিদা বেগম এগিয়ে আসলে তিনজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ আবুল বাশার জানান, আমাদের কাছে কোন ইনফরমেশন না দিয়ে ২৪০ ভোল্টেজ পাওয়ারের কভারবিহীন তারের পাশ থেকে সুপারি ও কাঁঠাল গাছ কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাজারের ব্যাগে নবজাতকের লাশ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাস্তার পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ মুখে নিয়ে টানাহেঁচড়া করছিল একটি কুকুর। সাধারণ পথচারীদের ধারণা ছিল কোন বাসাবাড়ি থেকে হয়তো বা ব্যাগে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। কিন্তু একটু সামনে এগোতেই কুকুরের টানাহেঁচড়ায় ব্যাগ থেকে বেরিয়ে আসে নবজাতকের মৃতদেহ। তখন কুকুরটিকে ধাওয়া করে মৃতদেহটি রক্ষা করে পথচারীরা। ঘটনাটি ঘটেছে নগরীর নথুল্লাবাদ এলাকাধীন জিয়াসড়কে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অনুমানিক একদিন বয়সের ওই নবজাতকের মৃতদেহ কেউ বাজারের ব্যাগের মধ্যে ভরে জিয়াসড়কের রাস্তার পাশে ফেলে গেছে। যা কুকুর টানাহেঁচড়া করছিল।
×