ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীঘ্রই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে ॥ গুতেরেস

প্রকাশিত: ১০:৫৭, ৪ নভেম্বর ২০১৯

শীঘ্রই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে ॥ গুতেরেস

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে বরাবরই সোচ্চার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন ও অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক যেকোন সম্মেলনে বারবার মুখ খুলেছেন তিনি। এবারও থাইল্যান্ডে আয়োজিত ৩৫তম আসিয়ান সম্মেলনে রোহিঙ্গাদের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করলেন গুতেরেস। খবর ওয়েবসাইটের। জাতিগত নিধনের শিকার ক্ষুদ্র এই জনগোষ্ঠীর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে আসিয়ান প্রতিনিধিদের উদ্দেশে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, টেকসই বাসস্থান ও প্রাণ সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব মিয়ানমার সরকারের। মহাসচিব বলেন, মিয়ানমার ক্ষুদ্র এই জাতিগোষ্ঠীর প্রত্যাবাসনে বিলম্ব করছে। শীঘ্রই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে মিয়ানমার সরকারকে।
×