ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তেহরানে মার্কিন দূতাবাসে হামলার ৪০তম বার্ষিকীতে স্মৃতিচারণ

সেই ঘটনায় অংশ নিয়ে আমি ভুল করেছিলাম

প্রকাশিত: ০৮:৩৭, ৪ নভেম্বর ২০১৯

  সেই ঘটনায় অংশ নিয়ে  আমি ভুল করেছিলাম

ইব্রাহিম আজগরজাদেহ স্বীকার করেছেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে থাকায় যে কোন সময় এই দুই দেশের মধ্যে আবারও বড় কোন সঙ্কট তৈরি হতে পারে। ইব্রাহিম ১৯৭৯ সালের দিকে ইরানে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। ওই বছর ইসলামী বিপ্লবের সময় ছাত্রনেতাদের নেতৃত্বে তেহরানে মার্কিন দূতাবাসে হামলার ঘটনার সঙ্গে তিনিও জড়িত ছিলেন। প্রায় ৪০ বছর পর গত ২৯ অক্টোবর দেশটির রাজধানীতে বসে সেই সময়ের স্মৃতি স্মরণ করলেন তিনি। ইরানী বিপ্লব ইসলামী বিপ্লব নামেও পরিচিত। এটি একটি যুগান্তকারী বিপ্লব যেটা ইরানকে পাশ্চাত্যপন্থী দেশ থেকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত করে। এ বিপ্লবকে বলা হয়, ফরাসি এবং বলশেভিক বিপ্লবের পর ইতিহাসের তৃতীয় মহান বিপ্লব। ৪০ বছর আগে আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্সে তার নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে ইরানে ইসলামী বিপ্লবের সূচনা করেন। বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এটি। সে সময় প্যারিসের বাইরে নফলে-ল্য শাতো নামের গ্রামে থাকতেন খোমেনি। সেখানে বসেই ইরানে তার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। ইব্রাহিমের কালো-ধূসর চুল এখন ধবধবে সাদা হয়ে গেছে। তিনি এখন ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখল ও ৪৪৪ দিনের জিম্মির ঘটনা নিয়ে আফসোস করেন। তিনি জানান, ওই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আজও স্বাভাবিক হয়নি। এএফপির সাংবাদিককে তিনি আরও জানান, ওই হামলার ৪০ বছর পূর্ণ হবে সোমবার। তবু বিশ্ব শক্তির সঙ্গে তেহরানের পরমাণু চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনও চলমান। তিনি বিতর্কিত ওই বিপ্লবের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ইরানের রেভ্যুলেশনারি গার্ডের সমর্থকরাই ওই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। কিন্তু ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত নেতাদের এর দায় দেয়া হয়। ইব্রাহিম বলেন, ‘যিশু খ্রিস্টের মতো আমিও এর দায় এড়াতে পারিনি, নিজ কাঁধে নিয়েছি।’ ইব্রাহিম ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি যিনি মার্কিন দূতাবাসে হামলার সঙ্গে জড়িত ছিলেন। ইরানে মার্কিন বিরোধিতা নতুন কিছু নয়। এর পেছনে বেশ কিছু ঘটনা রয়েছে। তার মধ্যে ১৯৫৩ সালে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের সহায়তায় নির্বাচিত প্রধানমন্ত্রীকে উৎখাত করে শাহ মোহাম্মদ রেজা পাহলভীকে ক্ষমতায় টিকে থাকতে কৌশলগতভাবে আরও বেশি শক্তিশালী করা হয়। -এপি
×