ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে সড়ক নির্মাণ কাজে ধীরগতি

প্রকাশিত: ০৯:৪৪, ৩১ অক্টোবর ২০১৯

 শ্রীমঙ্গলে সড়ক নির্মাণ কাজে ধীরগতি

সংবাদদাতা, শ্রীমঙ্গল, ৩০ অক্টোবর ॥ পুনঃনির্মাণ কাজের জন্য প্রায় তিন মাস আগে খোঁড়া হয়েছিল সড়কটি। খোঁড়া এই সড়কটির কাজ চলছে ধীরগতিতে। ফলে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। বৃষ্টিতে এই গর্তে পানি জমে সৃষ্টি হয় কাদার। এমন অবস্থায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল-শমশেরনগর সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় ও পর্যটকদের। জানা গেছে, ২২ কিলোমিটার দৈর্ঘ্যরে শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কটির পুনঃনির্মাণ কাজ এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়। কাজ শেষ করার সময় দেড় বছর। কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন, মইন উদ্দিন কনস্ট্রাকশন ও জামিল ইকবাল কনস্ট্রাকশন। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) শ্রীমঙ্গল কার্যালয়ের উপসহকারী পরিচালক আরিফ হোসাইন জানান, এই রাস্তার কাজ শুরু করার পর একটানা বৃষ্টি শুরু হয়। এতে নির্মাণ কাজে বিঘœ ঘটে। ফলে কাজ একটু ধীরগতি হয়। একপর্যায়ে কাজটি বন্ধ হয়ে যায়। ২৪ অক্টোবর থেকে পুনরায় কাজ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা বন্ধ রাখতে হয়েছে। বৃষ্টি না থাকলে আগামী ১৫ দিনের ভেতর কাজ শেষ করা যাবে বলে তিনি আশা করছেন।
×