ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেশাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে ॥ জিএম কাদের

প্রকাশিত: ০৯:৪১, ৩১ অক্টোবর ২০১৯

 পেশাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের বিভিন্ন পেশার মানুষের নানাবিধ সমস্যা রয়েছে। তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য পেশাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। বুধবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় তাঁতি পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা পেশাজীবীদের সমস্যাবলী চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ করতে চাই। এজন্য সকল পেশার মানুষকে জাতীয় পার্টির কল্যাণের রাজনীতির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁতি পার্টির আহ্বায়ক শাহজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও সুনীল শুভ রায়, মোক্তার হোসেন প্রমুখ।
×