ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আগাম নির্বাচনের ঘোষণা দিলেন জনসন

প্রকাশিত: ০৮:৪৩, ২৭ অক্টোবর ২০১৯

 আগাম নির্বাচনের  ঘোষণা দিলেন  জনসন

ব্রেক্সিট ইস্যুতে এমপিদের বাগে আনতে না পারায় ভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন এ কৌশলের অংশ হিসেবে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ১২ ডিসেম্বরের সাধারণ নির্বাচন মেনে নিলেই কেবল ব্রেক্সিট পেছানোর বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন জনসন। বিবিসি। জনসন বৃহস্পতিবার বলেন, ব্রেক্সিটের সময় বাড়ানোর জন্য ইইউকে যে চিঠি দেয়া হয়েছে, তাতে ৩১ অক্টোবরের পর সময়সীমা বাড়াবে বলে মনে হচ্ছে। তবে আমি সময় বাড়ানোর পক্ষপাতি নই। বিরোধীদলের ব্রেক্সিট পেছানোর দাবির পর, বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে চিঠি দেন বরিস। যেখানে তিনি বলেন, পার্লামেন্টকে ব্রেক্সিট চুক্তি অনুমোদনের জন্য আরও সময় দেবেন তিনি। কিন্তু এমপিদের আগামী ১২ ডিসেম্বরের আগাম নির্বাচনে সমর্থন দিতে হবে। চিঠিতে, আগামী সপ্তাহে পার্লামেন্টের ভোটেই এ প্রস্তাবে সমর্থন দেয়ার জন্য লেবার পার্টিকে আহ্বান জানিয়েছেন জনসন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এসব শর্তে এখন পর্যন্ত রাজি হয়নি বিরোধীদল। তাদের বক্তব্য, যতক্ষণ না চুক্তিহীন ব্রেক্সিট করার ঝুঁকি থাকে, এর আগ পর্যন্ত এসব শর্তে সমর্থন দেবেন না তারা। ফলে, চলতি বছর ব্রেক্সিট ইস্যুর সমাধান আদৌ হবে কি-না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
×