ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সবচেয়ে জোরালো স্বর

প্রকাশিত: ১০:১১, ২৬ অক্টোবর ২০১৯

 সবচেয়ে জোরালো স্বর

এ্যামাজন বনের উত্তরের পর্বতাঞ্চলে বাস ছোট্ট পাখি হোয়াইট বেলবার্ডের। নারী বেলবার্ডকে আকর্ষণ করতে পুরুষ পাখিটি গান গায় উচ্চমাত্রায়। অন্য প্রাণীর কাছে অসহ্য হলেও বেশ মনোযোগ দিয়ে তা শুনে নারী বেলবার্ড। প্রেম নিবেদনের এই গানই সবচেয়ে জোরালো কণ্ঠের পাখি করেছে হোয়াইট বেলবার্ডকে। বিজ্ঞানীরা বলছেন, প্রেম নিবেদনের সময় ১১৩ ডেসিবল মাত্রায় শব্দ করে পাখিটি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির জীববিজ্ঞানী জেফ পোডোস ও ব্রাজিলের এ্যামাজন ন্যাশনাল পেসকুইসাস ইনস্টিটিউটের গবেষক মারিও কন-হাফট যৌথভাবে এক গবেষণা করেন। ওই গবেষণাপত্রে এই তথ্য তুলে ধরা হয়েছে। জেফ পোডোস বলছেন, প্রতিবেশী রেইনফরেস্টে বসবাস করা ‘পিহা’ প্রজাতির পাখিকে ছাড়িয়ে গেছে হোয়াইট বেলবার্ড। এত জোরে গান গাওয়ার সময় নারী পাখিরা কিভাবে শুনে তাই আশ্চর্যের। এদের গানের আওয়াজ রক কনসার্ট বা ছোট বিমান চালনার শব্দের মতো। এই উচ্চমাত্রার শব্দ মানুষের কানের জন্য ক্ষতিকর। -এএফপি।
×