ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে অগ্নিকান্ড

প্রকাশিত: ০৮:৩০, ২৬ অক্টোবর ২০১৯

 সিলেটে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের সদর ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুটি অগ্নিকান্ডে একটি বসতবাড়ি ও ৫টি গরু পুড়ে গেছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার উওর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামের কৃষক কুশেদ মিয়ার বাড়িতে অগ্নিকান্ড ঘটে। শুক্রবার ভোর রাত ৩টার দিকে কুশেদ মিয়ার গোয়ালঘর ও খড়ের ঘরে আগুন লেগে ছড়িয়ে পড়ে। গোয়ালঘরে বেঁধে রাখা গরুগুলো বাঁচার জন্য চিৎকার করলে কুশেদ মিয়ার ঘুম ভাঙ্গে কিন্তু ততক্ষণে ৬টি গরুর মধ্যে ৪টিই পুড়ে মারা যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধন হয়। স্থানীয় লোকজন জানান, এখানে বিদ্যুত নেই, কোন মশার কয়েলও জ্বালানো ছিল না। আগুন লাগার কারণ নিয়ে এলাকায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। অপরদিকে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের মুহালদিক গ্রামে অগ্নিকা-ে একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঐ পরিবারের ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ভোরে গ্রামের ইউনুছ আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
×