ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিখোঁজের ২৫ দিন পর বাউল শিল্পী সুভাষ রোজারিও উদ্ধার

প্রকাশিত: ০৯:২৮, ২০ অক্টোবর ২০১৯

নিখোঁজের ২৫ দিন পর বাউল শিল্পী সুভাষ রোজারিও উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ অক্টোবর ॥ খ্রীস্টান বাউল সুভাষ রোজারিও ওরফে খ্যাপা বাউলকে সন্ত্রাসীরা অপহরণ করেনি তিনি স্বেচ্ছায় সন্যাস ধর্ম গ্রহণ করেছেন। নিখোঁজের ২৫ দিন পর কুষ্টিয়ার শ্মশান থেকে উদ্ধারের পর সে পুলিশকে এ তথ্য জানায়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শনিবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। পুলিশ শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার হরিনারায়নপুর শ্মশান থেকে তাকে উদ্ধারের পর নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। সুভাষ রোজারিও’র ভাই লুইস রোজারিও অভিযোগে জানান, গত ২৪ সেপ্টেম্বর রাত ১১টার নাটোর জেলার জোনাইলের বাড়ি থেকে সুভাষ রোজারিও ট্রেনে গাজীপুর যাবার পথে পাবনার চাটমোহর স্টেশনে নেমে পড়ে। এ সময় এক সন্ত্রাসীচক্র তার ভাইকে অপহরণ করে। লুইস রোজারিও এ বিষয়ে চাটমোহর থানায় জিডি করেন। খ্রীস্টান সম্প্রদায়ের বাউল শিল্পী সুভাস রোজারিওর অপহরণের খবর জানাজানি হলে বিভিন্ন মহলে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়। তার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পর্যন্ত করা হয়। পাবনা পুলিশ চাটমোহর থানার জিডির ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার তাকে কুষ্টিয়া থেকে উদ্ধার করে। বাউল শিল্পী সুভাষ রোজারিও নাটোর জেলার জোনাইলের চামটা গ্রামের লোকাস রোজারিও’র ছেলে। হবিগঞ্জে বিষক্রিয়া ॥ বোনের পর মারা গেল ভাই নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯ অক্টোবর ॥ হবিগঞ্জের উচাইল চারিগাঁও গ্রামে একই পরিবারের তিন সন্তান বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। এরা হলো, সাথী আক্তার (৬) ও তোফাজ্জল (৮)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামের বাসিন্দা টমটম চালক সিরাজুল ইসলামের বাড়িতে ঘটনাস্থলেই সাথী মৃত্যুবরণ করে। এদিকে রাত ১০ টার দিকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজুলের অপর দুই সন্তান তোফাজ্জল (৮) ও রবিউল (৬ কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে তোফাজ্জলও মারা যায়। অন্যদিকে একই হাসপাতালে চিকিৎসাধীন রবিউল এখন পর্যন্ত হাসপাতাল বেডে কাতরাচ্ছে।
×