ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোহনপুরে অপহৃত স্কুলছাত্রী ৫ দিন পর উদ্ধার ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ১২:৩২, ১৮ অক্টোবর ২০১৯

মোহনপুরে অপহৃত স্কুলছাত্রী ৫ দিন পর উদ্ধার ॥ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের পাঁচ দিন পর বুধবার রাতে মোহনপুরের গ্রাম থেকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত অপহরণকারীর নাম সিজান হোসেন। স্কুলছাত্রীর বাবা জানান, পাশের বাগমারা উপজেলার আচিনঘাট গ্রামের রহিদুল ইসলামের ছেলে সিজান হোসেন দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার সময় তার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৪ অক্টোবর তার মেয়ে স্কুলে যাওয়ার সময় পথরোধের পর একটি সিএনজি চালিত অটোয় তুলে অপহরণ করে নিয়ে যায়। থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, আসামি সিজান হোসেন স্কুলছাত্রীকে অপহরণের আগেও আরো চারটি বিয়ে করে। এসব স্ত্রীদের কথা গোপন করে স্কুলছাত্রীকে প্রেম প্রস্তাব দেয়। এক পর্যায়ে অপহরণ করে। রাতে উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ অক্টোবর ॥ গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুড়িয়া সরদারপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে ব্রহ্মপুত্রে নদীতে মাছ ধরতে গিয়ে ফিরোজ মিয়া (১৯) নামে এক যুবক মারা গেছেন। ফিরোজ ওই গ্রামের ভট্টু মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, ফিরোজ ও তার বোন সকালে ব্রহ্মপুত্রে নদীতে মাছ ধরতে যায়। ভাই বোন নদীতে ডুবে ডুবে মাছ ধরার এক পর্যায়ে ফিরোজ নিখোঁজ হয়। এসময় অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায় না। পরে একপর্যায়ে স্থানীয় লোকজন নদীতে ফিরোজের লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে।
×