ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে ঐক্যফ্রন্টের শোক র‌্যালি আজ

প্রকাশিত: ১২:০৬, ১৩ অক্টোবর ২০১৯

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে ঐক্যফ্রন্টের শোক র‌্যালি আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জমায়েত ও শোক র‌্যালি উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে সভার আয়োজন করা হয়। জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে আজ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে জমায়েত ও নাগরিক শোক র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালি সফল করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের সকল সংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি থাকার সিদ্ধান্ত হয়। সভায় বক্তব্য রাখেন গণদলের সভাপতি একেএম গোলাম মাওলা চৌধুরী, গণফোরামের মোশতাক আহমেদ, বিএনপির জাহাঙ্গীর আলম মিন্টু, জেএসডির মোশারফ হোসেন, বিকল্পধারা বাংলাদেশের চাষী এনামুল হক, আজমেরি বেগম ছন্দা, নাগরিক ঐক্যের মোফাখ্খারুল ইসলাম নবাব, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ, ঐক্যপক্রিয়ার চেয়ারম্যান আবুল কাসেম, গণফোরামের লতিফুল বারী হামিম, মোঃ আজাদ হোসেন, বিকল্পধারা বাংলাদেশের মাহবুব মোর্শেদ হেলাল। শোক র‌্যালিতে অংশগ্রহণের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির পক্ষ থেকে সর্বস্তরের নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।
×