ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ঝিনুকে লাদেনের মুখ!

প্রকাশিত: ১০:৫২, ১২ অক্টোবর ২০১৯

  ঝিনুকে লাদেনের মুখ!

ব্রিটেনের ঝিনুক সংগ্রহকারী ডেবরা অলিভার (৬০) সাসেক্সের উইনচেলসি সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে দেখেন চমৎকার একটা ঝিনুক, শখের বশে কুড়িয়েও নিলেন সেটি। হাতে নিয়েই মনে হলো, ঝিনুকটিতে পরিচিত কারও মুখের অবয়ব ফুটে আছে। স্বামীর সঙ্গে ৪২তম বিবাহবার্ষিকী উদ্যাপন করতে তিনি সমুদ্র সৈকতে গিয়েছিলেন। হাঁটতে হাঁটতে একটি ঝিনুক খুঁজে পান তিনি। একটু খেয়াল করে দেখেন, ঝিনুকটিতে ফুটে রয়েছে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের মুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনুকটির ছবি শেয়ার করে ডেবরা জানান, সৈকতে অসংখ্য নুড়িপাথর ও ঝিনুকের ওপর দিয়ে হাঁটছিলেন তিনি। হঠাৎ দেখতে কিছুটা ভিন্ন চেহারার একটি ঝিনুক চোখে পড়ে তার। সেটি হাতে তুলে নিয়েই অবাক হয়ে যান ডেবরা। তার মনে হয়, ঝিনুকটিতে যেন নিপুণ হাতে খোদাই করা হয়েছে লাদেনের মুখাবয়ব। ঠাট্টার সুরে ডেবরা বলেন, মজার ব্যাপার হলো, এই ‘লাদেনকেও’ সমুদ্রেই ফেলে দেয়া হয়েছে। ২০১১ সালে পাকিস্তানের এ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের কমান্ডো হামলায় নিহত হন আল-কায়েদা নেতা লাদেন। পরে, তার মরদেহ আরব সাগরে ডুবিয়ে দেয়ার কথা জানায় মার্কিন প্রশাসন। -মেট্রো
×