ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জালে মাছের বদলে অজগর

প্রকাশিত: ০৯:০০, ১২ অক্টোবর ২০১৯

 জালে মাছের বদলে অজগর

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ জালে মাছের বদলে এলো আস্ত এক অজগর। নদীতে অজগর কেমন যেন গল্পের মতো শোনায়। কিন্তু গল্প নয়, বাস্তবেই ধরা পড়েছে সাড়ে সাত ফুট লম্বা জ্যান্ত এক অজগর। আর এই অজগর ধরা পড়ার খবর শুনে নদী তীরে হাজারো মানুষের ভিড় জমে যায়। তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউপির মুর্খাগছ সীমান্ত ঘেঁষা করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে আটকা পড়ে এই অজগর সাপটি। ভারত থেকে নদী ধরে অজগরটি আসতে পারে বলে গ্রামবাসী ধারণা করছেন। পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগছ এলাকায় ভারতীয় সীমান্ত ঘেঁষা করতোয়া নদীতে মাছ ধরতে যান ওই এলাকার আসাদুল ও জাহিরুল।
×