ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

প্রকাশিত: ০৭:৫৯, ৭ অক্টোবর ২০১৯

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দরপতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএস) সূত্রে এ তথ্য জানা গেছে। শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে তারল্য ও বিনিয়োগকারীদের আস্থা সঙ্কট মারাত্মক আকার ধারণ করেছে। যে কারণে বাজারে গতি ফেরাতে সরকার আন্তরিক হলেও সুফল মিলছে না। বিশেষ করে নিয়ন্ত্রক সংস্থার ওপর বিনিয়োগকারীদের চরম আস্থা সঙ্কট বিরাজ করছে। ডিএসইর এক সদস্য বলেন, দীর্ঘদিন ধরেই বাজারে তারল্য সঙ্কট বিরাজ করছে। এর সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা সঙ্কটও রয়েছে। বাংলাদেশ ব্যাংক রেপোর (পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে পুঁজিবাজারে অর্থ সরবরাহের উদ্যোগ নেয়ায় কিছুটা ইতিবাচক প্রভাব দেখা দেয়। কিন্তু প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে বিএসইসি ও ডিএসইর নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব কাজ করছে। সম্প্রতি তাদের বক্তব্যের বিষয়টি সবার সামনে এসেছে। এতে বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। ডিএসইতে অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৪ ও ১৭৪৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানির মধ্যে ৯০টি বা ২৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২১৪টির বা ৬০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি বা ১৫ শতাংশ কোম্পানির। এদিন ডিএসইতে ৩০৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২১ কোটি ৪১ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৬৩ লাখ টাকার। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের শেয়ার। এদিন কোম্পানির ২৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা বিকন ফার্মার ১১ কোটি ৪১ লাখ টাকার এবং ১০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে স্ট্যান্ডার্ড সিরামিক। লেনদেনে এরপর রয়েছে- এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ওয়াটা কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, মুন্নু জুট স্টাফলার্স, সামিট পাওয়ার, এটলাস বাংলাদেশ এবং সোনারবাংলা ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭২টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। আজ সিএসইতে ১২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×