ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাফিয়া ডনদের দুষ্টচক্র ভাঙতেই হবে ॥ নাসিম

প্রকাশিত: ১০:৩১, ৫ অক্টোবর ২০১৯

  মাফিয়া ডনদের  দুষ্টচক্র ভাঙতেই হবে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, মাফিয়া ডনদের দুষ্টচক্র ভাঙতেই হবে। শুক্রবার সকালে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক এডুকেশন এক্সপো ২০১৯’র উদ্বোধানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাফিয়া ডনরা দুষ্টচক্র গড়ে তুলেছে। এরা কারা আজকে যাদের নাম শুনি, পত্রপত্রিকায় চেহারা দেখি, বিরাট ধনী? কোথায় থেকে এসে একেক জন বিরাট ডন হয়ে গেছে। এসব ডনরা এখন চষে বেড়ায় ঢাকা শহর। অথচ অতীতে তাদের কাউকেই আন্দোলন-সংগ্রামের সময় খুঁজে পাওয়া যায়নি। এরা আগে কোথায় ছিল- যখন আমরা রাস্তায় মার খেতাম? এরশাদবিরোধী আন্দোলনে, আওয়ামী লীগের দুর্দিনে, আন্দোলন-সংগ্রামে এরা কোথায় ছিল? একটার চোহারাও তো ওই সময় দেখিনি। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গী দমন করেছেন। বিদ্যুত সমস্যার সমাধান হওয়ায় বাংলাদেশ এখন আলোকিত। সর্বক্ষেত্রে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। একাত্তরের পরাজিত পাকিস্তানও এখন বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করছে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অশুভ চক্রের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রেও সফল হবে। বাংলাদেশ থেকে দুর্বৃত্তায়নের চক্র ভেঙ্গে দিতে হবে। তিনি বলেন, দেশের শিক্ষার মান বাড়াতে হবে। এক্ষেত্রে কোন আপোস করা যাবে না। ফরেন এ্যাডমিশন এ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) আয়োজনে দেশের সর্ববৃহৎ ‘প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো’র ফিতা কেটে উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম। পরে তিনি মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ফ্যাকড-ক্যাবের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি বলেন, এবারের আন্তর্জাতিক এডুকেশন এক্সপোতে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট এ্যাডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় রয়েছে।
×