ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনগণের ক্ষতি হয় এমন কোন প্রস্তাবে রাজি হবেন না

প্রকাশিত: ১৩:১০, ৩ অক্টোবর ২০১৯

জনগণের ক্ষতি হয় এমন কোন প্রস্তাবে রাজি হবেন না

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভারত সফরকালে দেশের জনগণের ক্ষতি হয় ভারতের এমন কোন প্রস্তাবে রাজি হবেন না। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন’ আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন। এর আগে ভারত থেকে এসে তিনি বলেছিলেন, ভারতকে এত দিয়েছি, তারা কোনদিন ঋণ শোধ করতে পারবে না। আজ আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, জনগণের স্বার্থবিরোধী এমন কোন কথা বা কাজ আপনি করে আসবেন না যাতে জাতীয় স্বার্থ ব্যাহত হয়। এমন কিছু করবেন না যাতে করে এশিয়া মহাদেশে আবার একটা অশান্তির আগুন জ্বলে ওঠে। আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-তথ্যবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ। শুদ্ধি অভিযান কি বড় কোন অপকর্মের পূর্বাভাস Ñ রিজভী ॥ আইনশৃঙ্খলা বাহিনীর চলমান শুদ্ধি অভিযান বড় কোন অপকর্মের পূর্বাভাস কি না এমন প্রশ্ন উত্থাপন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন প্রশ্ন তুলেন। রিজভী বলেন, আমরা আগেই বলেছিলাম, দুর্নীতির নামে কথিত অভিযান রাজনৈতিক হীন উদ্দেশ্যমূলক। ফলে আওয়ামী লীগের ঝুড়ি থেকে মহাদুর্নীতির বাতাসা নয় বরং যখন বড় বড় চমচম বের হতে শুরু করেছে তখন সেটির দায় চাপানোর জন্য তারা লন্ডনের রাস্তা খুঁজে বেড়াচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, আমরা এতদিন বলে আসছিলাম দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী তথাকথিত অভিযানের অন্যতম লক্ষ্য বিএনপি এবং তারেক রহমান। সেই থলের বিড়ালটা এবার বের হয়ে এলো। আওয়ামী লীগ নিজেদের কালিমা অন্যের ঘাড়ে চাপিয়ে আত্মতৃপ্তি লাভ করতে চাচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
×