ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ঢাকায় প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি সরবরাহ হবে ॥ এলজিআরডিমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৫, ১ অক্টোবর ২০১৯

ঢাকায় প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি সরবরাহ হবে ॥ এলজিআরডিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার থেকে ঢাকায় প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের উদ্বোধন করবেন। মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে পদ্মা পানি শোধনাগার থেকে ঢাকায় পানি সরবরাহ করা হবে। সোমবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেন, লৌহজং উপজেলার মেদিনীম-ল ইউনিয়নে স্থাপিত পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, পদ্মাসেতু যেমন এখন দৃশ্যমান, তেমনি এ প্রকল্পের কল্যাণে ঢাকা শহরের ৪০ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরের পাশের নদীগুলো গত ৬০ বছরে দূষিত হওয়ার কারণে রাজধানী থেকে এত দূরে এ প্রকল্প স্থাপন করতে হয়েছে। ফলে দীর্ঘ মেয়াদী পানি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক জেং জাওজিয়াং, কান্ট্রি ডিরেক্টর ওয়াং সাউজাল, ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ এশিয়ার প্রধান ফং ওয়ে, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালউদ্দিন আহমেদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান প্রমুখ। সড়ক দুর্ঘটনায় আহত চবি শিক্ষকের মৃত্যু চবি সংবাদদাতা ॥ সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ শাহ মৃত্যুবরণ করেছেন। রবিবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। প্রফেসর মোহাম্মদ শাহ গত ২২ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে বাসের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে আহত হয়েছিলেন। মাথায় গুরুতর আঘাত পেয়ে সাত দিন কোমায় ছিলেন তিনি। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার সকালে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
×