ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডুমিনির ১৫ বলে হাফ সেঞ্চুরি

প্রকাশিত: ১০:২২, ২৮ সেপ্টেম্বর ২০১৯

  ডুমিনির ১৫ বলে হাফ সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন জেপি ডুমিনি। কেনিংটন ওভালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনবাগো নাইটরাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন প্রোটিয়া অলরাউন্ডার। ২০ বলে ৪ চার ও ৭ ছক্কায় খেলেন খেলেন ৬৫ রানের ইনিংস। যেখানে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি তুলে সিপিএলে নতুন রেকর্ড গড়েন। ভেঙ্গে দেন এভিন লুইসের করা ১৭ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড। তবে সর্বোপরি আন্তর্জাতিক ও ক্লাব টি২০’র ইতিহাসে ডুমিনির এটি চতুর্থ দ্রুততম। জনসন চার্লসের ৩৯ বলে ৫৮, জোনাথন কার্টারের ৫১ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে জেসন হোল্ডারের ট্রাইডেন্টস। জবাবে ১৭.৪ ওভারে ১২৯ রানে অলআউট কাইরন পোলার্ডের নাইটরাইডার্স হারে ৬৩ রানের বড় ব্যবধানে। লেগস্পিনার হেইডেন ওয়ালশ নেন ৫ উইকেট। সিপিএলের চলতি আসরেই সেন্ট কিটস এ্যান্ড নেভিস প্যাট্রিওটসের হয়ে জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে ১৭ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান জাতীয় দলের তারকা এভিন লুইস। যাকে আগামীর ক্রিস গেইল বলে ডাকা হয়। আর প্রথমবারের মতো সিপিএলে খেলতে এসেই সেটি ভেঙ্হে দিলেন ডুমিনি। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে নিয়মিত জায়গা না পাওয়া ৩৫ বছর বয়সী তারকা বুঝিয়ে দিলেন এখনও ফুরিয়ে যাননি। আন্তর্জাতিক টি২০তে ১২ বলে হাফ সেঞ্চুরির রেকর্ডটা যুবরাজ সিংয়ের দখলে ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে। আর ক্লাব ক্রিকেটে সমান বলে হাফ সেঞ্চুরি আছে গেইলের ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। ক্লাব টি২০তে ১২ বলে হাফ সেঞ্চুরি আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাইয়ের। ১৩ বলে হাফ সেঞ্চুরি মার্কাস ট্রেসকোথিকের, ২০১০ সালে। ১৪ বলে হাফ সেঞ্চুরি আছে মোট ৭ জানের, ১৫ বলে ৪ জনের।
×