ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সৌদি আরব বিদেশী পর্যটকের জন্য উন্মুক্ত হচ্ছে

প্রকাশিত: ০৮:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 সৌদি আরব বিদেশী পর্যটকের জন্য উন্মুক্ত হচ্ছে

সৌদি আরব প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যটকদের প্রবেশের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেলের ওপর অর্থনৈতিক নির্ভরতা হ্রাসে এক ব্যাপক উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিবিসি। দেশটি শুক্রবার ৪৯টি দেশের পর্যটকদের জন্য ভিসা প্রদান শুরু করে এবং নারী পর্যটকদের পোশাকের ওপর যে কড়াকড়ি রয়েছে তা শিথিল করেছে। পর্যটনমন্ত্রী আহমদ আল-খতিব এটিকে দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তীর্থযাত্রী, ব্যবসায়ী ও প্রবাসী শ্রমিকদের জন্য ভিসা প্রদানের ওপর এখন পর্যন্ত কড়াকড়ি আরোপ রয়েছে। পর্যটন শিল্পে বিদেশী বিনিয়োগ ধরার জন্যও সৌদি আরবের প্রত্যাশা রয়েছে। দেশটি পর্যটনের ২০৩০ সালের মধ্যে গ্রস ডোমেস্টিক প্রোডাকট (জিডিপি) ৩ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করতে চায়। আল-খতিব বলেন, আমাদের যে পর্যটন সম্পদ রয়েছে সেগুলো দেখে পর্যটকরা বিস্মিত হবেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৫টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। রোমাঞ্চকর স্থানীয় সংস্কৃতি ও আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্য।
×