ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিবচরে পদ্মার আগ্রাসী রূপ ॥ কোটি কোটি টাকার সম্পদ বিলীন

প্রকাশিত: ০৯:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০১৯

শিবচরে পদ্মার আগ্রাসী রূপ ॥ কোটি কোটি টাকার সম্পদ বিলীন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৬ সেপ্টেম্বর ॥ শিবচরে হঠাৎ পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে পদ্মা নদী আগ্রাসী রূপ ধারণ করেছে। ভয়াবহ ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। এরমধ্যে রয়েছে স্কুল ভবন, স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, বাড়ি-ঘর, হাট-বাজার ও ফসলী জমি। গত ২৪ ঘণ্টার ব্যবধানে চোখের সামনে বুধবার বিকেলে নিশ্চিহ্ন হয়ে গেল একটি স্কুল ভবন। মঙ্গলবার বিলীন হয়ে গেছে একটি স্বাস্থ্য কমপ্লেক্স। এতে বন্ধ হয়ে গেছে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা আর অনিশ্চিত হয়ে পড়েছে পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদান। বুধবার বিকেলেও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আল নোমান ও শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বিদ্যালয় ভবনটি পরিদর্শন করেছেন। তারা চলে যাওয়ার পর ভবনটি ধীরে ধীরে পদ্মাতে তলিয়ে যায়। মঙ্গলবার যে বিদ্যালয় ভবনটি ঠাঁয় দাঁড়িয়ে ছিল পদ্মার কোল ঘেঁষে। বুধবার বিকেলে সেই মাগুরখ- সরকারী বিদ্যালয় ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে পদ্মার অথৈ গভীরে। গত কয়েকদিন ধরে পদ্মায় অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে সৃষ্ট তীব্র স্রোতে নদীতে চলে গেছে বিপুল সহায় সম্পদ। প্রথম ও দ্বিতীয় দফা ভাঙ্গনে প্রায় ১০ কোটি টাকার সম্পদ নদীগর্ভে চলে গেছে। চলতি বছর আগস্টে প্রথম দফা শিবচর উপজেলার চরজানাজাত, কাঁঠালবাড়ি ও বন্দরখোলা ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দেয়। সে দফায় একটি মাদ্রাসা, ৫ শতাধিক ঘরবাড়ি, ব্রিজ-কালভার্ট, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়। ভাঙ্গনের মুখে পড়ে ৩টি স্কুল ভবন, ২টি স্বাস্থ্যকেন্দ্র কাম কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ ভবন ও হাটবাজারসহ ৩ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কয়েক শ’ বসত বাড়ি। পাশাপাশি আড়িয়াল খাঁ নদী তীরবর্তী সন্নাসীরচর ও শিরুয়াইল ইউনিয়নে ভাঙ্গনে ব্যাপক ক্ষতি হয়। ভাঙ্গনের ভয়াবহতা পরিদর্শনে আসেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমসহ শীর্ষ কর্মকর্তারা। তাৎক্ষণিক নির্দেশে পদ্মা নদীর ২টি গুরুত্বপূর্ণ স্থান ও আড়িয়াল খাঁ নদের ২ পয়েন্টে জিও ব্যাগ ডাম্পিং শুরু করে। কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ বিবদমান দু’পক্ষের মধ্যে এক সংঘর্ষে আজম ম-ল (৬০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের মাতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিনের বিবাদের জের ধরে বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের মেম্বর আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ও প্রতিপক্ষ আবু বক্কর গ্রুপের লোজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় আব্দুল মজিদের সমর্থক হিসেবে পরিচিত আজম ম-লকে স্থানীয় একটি গোরস্থানের মধ্যে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
×