ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ওসি মোয়াজ্জেমের আইনজীবী দুদক প্রসিকিউটর কাজল

প্রকাশিত: ১১:১৭, ২৬ সেপ্টেম্বর ২০১৯

ওসি মোয়াজ্জেমের আইনজীবী দুদক প্রসিকিউটর কাজল

কোর্ট রিপোর্টার ॥ দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন। বিডিআর হত্যাকা- ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বুধবার ওসি মোয়াজ্জেমের পক্ষে একজন সাক্ষীকে জেরার জন্য সাইবার ট্রাইব্যুনালে আসেন। তবে মামলার নথিতে দাখিল করা ওকালতনামায় তার নাম ও স্বাক্ষর না থাকায় বিচারক তাকে জেরা করতে অনুমতি দেননি। গতকাল মামলাটির সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে সাক্ষী সময় টিভির ফেনী প্রতিনিধি আতিয়ার হাওলাদার হাজির হন। গত ১৯ সেপ্টেম্বর এ সাক্ষীর জবানবন্দী গ্রহণ করে আদালত। ওইদিন ওসি মোয়াজ্জেমের নিয়মিত আইনজীবী ফারুক হোসেন জেরার জন্য সময় চাইলে বিচারক ২৫ সেপ্টেম্বর জেরার দিন ধার্য করেন। সে অনুযায়ী সাক্ষী আতিয়ার হাওলাদার হাজির হলে আইনজীবী ফারুক হোসেন জেরা শুরু করেন। জেরা চলমান অবস্থায় এক পর্যায়ে দুদক মোশাররফ হোসেন কাজল ট্রাইব্যুনালে উপস্থিত হলে আইনজীবী ফারুক হোসেন সিনিয়র আইনজীবী হিসেবে অবশিষ্ট জেরা মোশাররফ হোসেন কাজল করবেন বলে বিচারককে জানান।
×