ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাজী গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০১৯

কাজী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিয়ের ভুয়া ভলিউম, তালাকের নকল কাগজপত্র ও নকল সিল তৈরির অভিযোগে এক কাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর জেলা রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজীর নাম মোস্তফা কামাল। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের কাজী ও নিকাহ রেজিস্ট্রার হিসেবে কাজ করেন। মামলার বাদী গাজীপুর জেলা আইনজীবী সমিতির হিসাবরক্ষক রামলাল রবিদাস জানান, গত ১৭ এপ্রিল গাজীপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে টাউট উচ্ছেদ অভিযানকালে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে। টাউটদের মধ্যে কাজী মোস্তফা কামালের নামও পাওয়া যায়। জুয়ার আস্তানায় অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ সেপ্টেম্বর ॥ সালথায় জুয়ার খেলার জন্য ব্যবহৃত একটি ঝুপড়ি ঘর পুড়িয়ে দিয়েছেন ওই থানার ভারপ্রাপ্ত র্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গ্রামের ওই ঝুপড়ি ঘরে নিয়মিত তাস খেলার মাধ্যমে জুয়া খেলা হতো। পাশাপাশি মাদক সেবনের সঙ্গে সঙ্গে চলত মাদক কেনাবেচা। অভিযান পরিচালনাকালে ঘরে কাউকে পাওয়া যায়নি। তবে পুলিশ ঝুপড়ি ঘরটি আগুনে পুড়িয়ে ফেলে।
×