ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

লাকসামে রোগীর মৃত্যু ॥ দেড় লাখ টাকায় আপোস

প্রকাশিত: ০৯:৩১, ২৬ সেপ্টেম্বর ২০১৯

লাকসামে রোগীর মৃত্যু ॥ দেড় লাখ টাকায় আপোস

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ২৫ সেপ্টেম্বর ॥ একটি জীবনের মূল্য দেড়লাখ টাকা। সুরক্ষা হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হলে তোলপাড় সৃষ্টি হয়। এর পর রোগীর আত্মীয়-স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের মঙ্গলবার রাতে ওই টাকায় আপোস করা হয়। নিহত ব্যক্তির নাম মোস্তফা কামাল (৩৫)। লাকসাম উত্তরকূল গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী মোঃ মোস্তফা কামাল মঙ্গলবার সকালে অসুস্থবোধ করলে তার আত্মীয়-স্বজনরা লাকসাম বাইপাস এলাকার সুরক্ষা হাসপাতালে ভর্তি করান। ডাক্তার মহিউদ্দীন মোল্লা ইসিজি করে হার্টের সমস্যা দেখতে পায়। রোগীর স্বজনদের একটি ইনজেকশন আনতে নির্দেশ দেন। ইনজেকশন দেয়ার সঙ্গে সঙ্গে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। ডাক্তার মহিউদ্দীন মোল্লা খালি ইনজেকশনটি ও মোড়ক লুকিয়ে ফেলে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ও থানা পুলিশ হাসপাতালে পৌঁছে। স্থানীয় কাউন্সিলর গোলাম কিবরিয়া সুমনের উপস্থিতিতে রোগীর আত্মীয়-স্বজনদেরকে লাশ নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয় এবং পুলিশকে ম্যানেজ করার দায়িত্ব নেয় কাউন্সিলর। ওই সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টু হাসপাতালে ছিলেন না। রাতে রোগীর আত্মীয়-স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে কমিশনার উপস্থিত থেকে রোগীর আত্মীয়স্বজনকে ১ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে আপোস করে।
×