ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কলাকেন্দ্রে জেবার ক্যানভাসে ‘একটি বীজের গল্প’

প্রকাশিত: ১০:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০১৯

কলাকেন্দ্রে জেবার ক্যানভাসে ‘একটি বীজের গল্প’

স্টাফ রিপোর্টার ॥ মানুষ তো প্রকৃতিরই সন্তান। প্রকৃতির সঙ্গে মানবজীবনের যোগসূত্র অনেক পুরনো। প্রকৃতির সঙ্গে মানুষের মিল, বিশেষ করে ফুল-ফল-বীজের সৃষ্টি রহস্যে দেখা যায়। গাছ লালন-পালন করে বীজকে এবং এক সময় ফুল-ফলে প্রস্ফুটিত হতে সাহায্য করে। নারীদেহও তাই। প্রকৃতিতে সৃষ্টির এই বিবর্তন দেখতে দেখতেই রোমাঞ্চিত হয়েছেন শিল্পী ফারেহা জেবা। আর এই অভিজ্ঞতাই তুলে এনেছেন তার শিল্পকর্মে। রাজধানীর মোহাম্মদপুর কলাকেন্দ্রে চলছে ফারেহা জেবার ‘একটি বীজের গল্প’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী। বাগানে বসে আঁকতে আঁকতেই মাথায় ভাবনাটা আসে বলে জানান শিল্পী। তিনি বলেন, বীজই তো পৃথিবীর মা। বীজের কোন জাতীয়তা নেই, সীমানা নেই। বীজ থেকেই শুরু হয় সৃষ্টির আনন্দ। এই ভাবনা থেকেই কিছু ছবি ও শিল্পকর্ম তৈরি করা হয়েছে। সেগুলোই স্থান পেয়েছে প্রদর্শনীতে। রয়েছে আঁকা ছবি, শিল্পবস্তু ও স্থাপনা। প্রদর্শনীর কিউরেটিং করেছেন শিল্পী ওয়াকিলুর রহমান। তিনি জানান, প্রদর্শনীতে বোটানিক্যাল মিউজিয়ামের মতো করেই দেখানো হয়েছে শিল্পীর কিছু কাজ। প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ উঠে এসেছে জেবার কাজে। শিল্পী ফারেহা জেবার ইতোমধ্যে সাতটি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশে-বিদেশে জাতীয় এবং আন্তর্জাতিক যৌথ প্রদর্শনীগুলোতে জায়গা করে নিয়েছে তার শিল্পকর্ম। বাংলাদেশ, ডেনমার্ক, ফিনল্যান্ড, কানাডা, আমেরিকা, নেপাল, জার্মানি, মিসর এবং ভারতের বিভিন্ন কর্মশালা ও প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। বর্তমানে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ফ্রিল্যান্স আর্টিস্ট এবং শিক্ষক হিসেবে তিনি কর্মরত আছেন। গত ২০ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
×