ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

১৫ ইঞ্চি ল্যাপটপ

প্রকাশিত: ১০:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০১৯

১৫ ইঞ্চি ল্যাপটপ

সামনের মাসেই নতুন সারফেইস ল্যাপটপ লাইনআপ উন্মোচন করতে যাচ্ছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে সারফেইস ল্যাপটপ ৩ লাইনআপে যোগ করা হতে পারে নতুন ১৫ ইঞ্চি সংস্করণ। এএমডি প্রসেসরের সারফেইস ল্যাপটপ ৩ উন্মোচন করতে পারে মাইক্রোসফট। বলা হচ্ছে নতুন ১৫ ইঞ্চি সংস্করণেই আনা হবে এএমডি প্রসেসর। সারফেইস ল্যাপটপের ১৫ ইঞ্চি সংস্করণ আনা হলে প্রতিষ্ঠানের নিজস্ব সারফেইস বুক ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে। বর্তমানে ১৩.৫ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি দুই সংস্করণেই বাজারে পাওয়া যায় সারফেইস বুক ২। ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানে নতুন সারফেইস প্রো ৭ উন্মোচন করবে মাইক্রোসফট, এতে রাখা হবে ইউএসবি-সি সমর্থন। এ ছাড়াও কোয়ালকম প্রসেসরচালিত সারফেইস এবং দুই পর্দার সারফেইস ডিভাইস উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। ২ অক্টোবর নিউইয়র্ক সিটিতে সারফেইস ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট। -ভার্জ
×