ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর নামে ফিজিক্যাল থেরাপি ইনস্টিটিউট নির্মাণ করতে চায় চিলি

প্রকাশিত: ১২:০৩, ১২ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধুর নামে ফিজিক্যাল থেরাপি ইনস্টিটিউট নির্মাণ করতে চায় চিলি

বিশেষ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর নামে একটি ফিজিক্যাল থেরাপি ইনস্টিটিউট নির্মাণ করতে চায় চিলি সরকার। এ জন্য অনুমতি চেয়ে চিলি সরকার আবেদন করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে গঠিত জাতীয় টাস্ক ফোর্সের চতুর্থ সভা শেষে তিনি এ কথা বলেন। সভায় টাস্ক ফোর্সের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, সুখবর হচ্ছে চিলি সরকার একটি ফিজিক্যাল থেরাপি ইনস্টিটিউট করছে। যেখানে প্রতিবন্ধীদের থেরাপি দেয়া হবে। সেটার নাম তারা বঙ্গবন্ধু ফিজিক্যাল থেরাপি ইনস্টিটিউট দিতে চায়, এ জন্য আমাদের কাছে আবেদন করেছে। তিনি বলেন, এ বিষয়ে আমাদের উপদেষ্টার সঙ্গে আলাপ করেছি। তিনি (সায়মা হোসেন) বলেছেন যে, এটার জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করলে অনুমোদন দেয়া হবে। সে অনুযায়ী একটি আবেদন ফরমও আনা হয়েছে। এতে বোঝা যায় যে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কতটা জনপ্রিয় যে পৃথিবীর বিভিন্ন দেশে তার নামে বিভিন্ন ইনস্টিটিউট করার জন্য নাম প্রস্তাব করা হচ্ছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের সব গৃহহীনদের গৃহ দেয়ার কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে সারাদেশে ১১ হাজার ৬০৪টি ঘর নির্মাণ কাজ চলছে। বেদে, হিজরা ও প্রতিবন্ধীদের এই কর্মসূচীতে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এবার থেকে এই ঘর নির্মাণে ৩ লাখ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় প্রতি উপজেলায় এ নৌ-যান দেয়া হবে। প্রতিটি নৌ-যান উৎপাদনে খরচ হবে ৪৫ লাখ টাকা। নৌ-বাহিনী এটি নির্মাণ করবে। বছরে এরা ২০টি করে নৌ-যান তৈরি করবে। প্রতিটি নৌ-যানে ধারণক্ষমতা থাকবে ১০ মেট্রিক টন। ৮০ থেকে ১০০ লোক এতে থাকতে পারবে। দেশে ২১টি বন্যা কবলিত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে।
×