ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাপে মিলবে জাহাজ ভাড়া

প্রকাশিত: ১০:৪১, ৯ সেপ্টেম্বর ২০১৯

 এ্যাপে মিলবে জাহাজ  ভাড়া

স্টাফ রিপোর্টার ॥ মোটরগাড়ির মতো এখন থেকে এ্যাপে মিলবে জাহাজ ভাড়া। জাতীয় প্রেস ক্লাবে রবিবার এক অনুষ্ঠানে অভ্যন্তরীণ নৌ-রুটে পণ্যবাহী জাহাজ ভাড়ার প্রথম এ্যাপ ‘জাহাজী’ উদ্বোধন করা হয়েছে। ‘জাহাজী’ এ্যাপের মাধ্যমে লাইটার জাহাজের মালিক, সাপ্লায়ার, ক্যারিয়ার, এজেন্ট ও ব্রোকাররা ঘরে বসেই জাহাজ বুকিং দেয়ার পাশাপাশি সেটার অবস্থান নিশ্চিত হতে পারবেন। পাশাপাশি চলন্ত জাহাজ থেকে পণ্যের মূল্য এবং মান যাচাই করে বালু, পাথরের মতো পণ্য কিনতে পারবেন। লাইটার জাহাজের জন্য এ সেবা বিশ্বের আর কোথাও নেই। লাইটার জাহাজ ছাড়া অভ্যন্তরীণ নৌ-রুটে পণ্য পরিবহন করা অসম্ভব। অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনে সবচেয়ে সাশ্রয়ী, সহজ এবং পরিবেশবান্ধব লাইটার জাহাজ। রবিবার জাতীয় প্রেসক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, নৌখাতে বিশাল জনগোষ্ঠীকে ভোগান্তির হাত থেকে মুক্তি দিতে ‘জাহাজী’ এ্যাপ সহায়ক ভূমিকা পালন করবে। নৌপরিবহনখাত একটি বিশাল এলাকা। এ সেক্টরের উন্নয়নে আরও অনেক কিছু করার আছে। আমরা অবশ্যই এখাতের উন্নয়নে কাজ করে যাব
×