ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শিল্পী পলাশের একক সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ১২:৪১, ৮ সেপ্টেম্বর ২০১৯

নেত্রকোনায় শিল্পী পলাশের একক সঙ্গীতসন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনায় কণ্ঠশিল্পী অনিমেষ ভদ্র পলাশের একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে। দুইঘণ্টাব্যাপী অনুষ্ঠানে অনিমেষ ভদ্র পলাশ মোট ১৮টি গান পরিবেশন করেন। এর মধ্যে ছিল আধুনিক, গজল ও লোকসঙ্গীত। অনুষ্ঠানের শুরুতে অনিমেষ ভদ্র পলাশের জীবনী পাঠ করেন তমা রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুদুর রহমান খান। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন বাঁশিতে মুখলেছুর রহমান, কিবোর্ডে নিলয় প-িত ও তবলায় কাব্য সরকার। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। উদীচীর জেলা সংসদের সহ-সভাপতি অনিমেষ ভদ্র পলাশ শৈশবকাল থেকে সঙ্গীত চর্চা করছেন। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। পলাশ ফোক স্টুডিও নামে একটি মিউজিক স্টুডিও পরিচালনা করেন।
×