ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওজন ও পরিমাপে কারচুপি, চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:৪৩, ৫ সেপ্টেম্বর ২০১৯

 ওজন ও পরিমাপে কারচুপি, চার  প্রতিষ্ঠানের  বিরুদ্ধে মামলা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার ঢাকা মহানগরীর ক্যান্টনমেন্ট, মিরপুর ও গুলশান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত চার প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মেসার্স তৃষা মধুবন সুইটস এর দই পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও পণ্যের পরিচিতি উল্লেখ না থাকায় এবং মিরপুর-১২ এলাকার মেসার্স প্রিন্স বাজারের ঝাল টোস্ট বিস্কুট পণ্যের মোড়কে স্থায়ীভাবে পণ্যের নাম, ওজন, মূল্য, উৎপাদন তারিখ, মেয়াদ ও উৎপাদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ না থাকায়, মেসার্স জিএইচ স্টিল কর্পোরেশনের ডিজিটাল স্কেলের বিএসটিআই’র ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও গুলশান-২ এলাকার মেসার্স গৌরমেট বাজার এর গ্রান্ডমাস রেসিপি ঘি পণ্যেও মোড়কে বাংলা ভাষায় পণ্যের নাম, ওজন, মূল্য, উৎপাদন তারিখ, মেয়াদ ও উৎপাদনকারীর নাম ঠিকানা উল্লেখ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিএসটিআইর অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ মোন্নাফ হোসেন, পরিদর্শক মোঃ লিয়াকত হোসেন ও মোঃ বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
×