ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:৪৪, ৫ সেপ্টেম্বর ২০১৯

টুকরো খবর

কুয়েটে ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০২০ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ ও দাখিল বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে, চলবে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা (লিখিত) আগামী ১৮ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ১ম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ৬ দোকানে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৪ সেপ্টেম্বর ॥ ভালুকায় একটি বাজারে ব্যবসায়ী ও পাহারাদরসহ তিনজনকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে ছয়টি দোকানে লুটপাট চালিয়েছে ডাকাত দল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার চাঁনপুর বাজারে। এ সময় ডাকাত দল অর্থসহ ৮ লাক্ষাধিক টাকার মাল লুট করে নিয়ে যায়। জানা গেছে, ঘটনার রাতে ডাকাত দল ওই বাজারের টেইলারিং ব্যবসায়ী আব্দুল জলিলকে পাহারারত অবস্থায় তার দোকানের সামনে থেকে ধরে হাত ও পা বেঁধে ফেলে। ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকায় অভিযান চালিয়ে কাঠভর্তি ট্রাক থেকে ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- উখিয়ার থাইংখালী এলাকার আলী আহমেদের পুত্র ও ট্রাকের মালিক ইউছুপ, একই এলাকার হামিদুল হকের পুত্র ও ট্রাকচালক খাইরুল বশর এবং বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৫ নম্বর ব্লকের আলী হোছনের পুত্র ইয়াছিন। চার ঘণ্টা পর ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর বেলা সাড়ে ৩টায় সিলেট-ঢাকা রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জ মল্লিকপুর এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়। এতে ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। বেত্রাঘাতে সাত মাদ্রাসা ছাত্র হাসপাতালে স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ দিয়াশুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসার কৃষি শিক্ষা শাখার শিক্ষক শরিফুল ইসলামের বেত্রাঘাতে অষ্টম শ্রেণীর সাত ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। আহত ছাত্ররা হলো- আতিকুল ইসলাম, তরিকুল ইসলাম, আবদুর রহমান, রিফাত হোসেন, সিয়াম, মাসুদ ও রুমান। আহত ছাত্ররা জানায়, ফুটবল টুর্নামেন্টের অনুমতি আনার জন্য মঙ্গলবার সকালে তারা স্থানীয় পৌর মেয়র হারিছুর রহমানের বাড়িতে যায়। বিষয়টি জানতে পেরে তাদের ওপর ক্ষিপ্ত হন শিক্ষক শরিফুল ইসলাম। বুধবার দুপুরে ওই শিক্ষক অষ্টম শ্রেণীর ক্লাস রুমে প্রবেশ করে জানতে চায় কে কে মেয়রের বাড়িতে গিয়েছিল। এ সময় তারা হাত উঁচু করলে তাদের সবার সামনে কান ধরিয়ে দাঁড়িয়ে রাখা হয়। একইসঙ্গে বেত্রাঘাত করে ওই সাত ছাত্রকে আহত করা হয়। আগুনে পুড়ে গেল বিধবার ৫ গরু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ সেপ্টেম্বর ॥ সালথায় এক বিধবার গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে গেল তার শেষ সহায় সম্বল পাঁচটি গরু ও তিনটি ছাগল। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের ঠাকুরপাড়ায় এ ঘটনা ঘটে। গোয়ালঘরে কিভাবে আগুন লেগেছে, তা জানা সম্ভব হয়নি। ওই বিধবার নাম হাসিনা বেগম (৫২)। তিনি ওই গ্রামের মৃত হারুন শেখের স্ত্রী। দুই ছেলে তিন মেয়ের মধ্যে এক মেয়ে ও এক ছেলের বিয়ে হয়েছে। বিবাহিত ছেলে হাসান শেখ আলাদা থাকেন। ছোট দুই ছেলেমেয়ে মায়ের সঙ্গেই থাকত।
×