ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ‘ব্যাটল অব মাইন্ড’ প্রতিযোগিতা বাতিল

প্রকাশিত: ১০:২৩, ২ সেপ্টেম্বর ২০১৯

 ঢাবিতে ‘ব্যাটল অব  মাইন্ড’ প্রতিযোগিতা  বাতিল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর ‘ব্যাটল অব মাইন্ড’ প্রতিযোগিতাটি বাতিল করা হয়েছে। মাদকবিরোধী সংগঠনগুলোর অনুরোধে ঢাবি উপাচার্র্য এ কর্মসূচী বাতিল করেন। রবিবার মাদকবিরোধী সংগঠন ‘প্রত্যাশা’ এর সাধারণ সম্পাদক হেলাল আহমেদের নেতৃত্বে বাংলাদেশ তামাকবিরোধী জোট, তামাকবিরোধী সংগঠনসমূহ, ঢাকা আহ্ছানিয়া মিশন, উবিনীগ, সুপ্র, ভাইটাল স্ট্র্যাটেজি, প্রজ্ঞা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, লিডারস ইন টোব্যাকো কন্ট্রোল এলামনি, বিসিসিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রাফিয়া আলম, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তারা ধূমপান ও তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি ‘ব্যাটল অব মাইন্ড’ শিরোনামের নামে প্রতিযোগিতাটি বন্ধ করার অনুরোধ জানান। ঢাবি উপাচার্য প্রতিযোগিতাটি বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
×