ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল সালমারা

প্রকাশিত: ১০:১৪, ২ সেপ্টেম্বর ২০১৯

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল সালমারা

স্পোর্টস রিপোর্টার ॥ মহিলা টি২০ বিশ্বকাপের বাছাইয়ে রবিবার যুক্তরাষ্ট্র মহিলা ক্রিকেট দলকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। স্কটল্যান্ডের লকল্যান্ডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশী বোলারদের দাপটে ১৯.৫ ওভারে মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্রের মেয়েরা। জবাবে ৮.২ ওভারে ২ উইকেটে ৪৮ রান তুলে সহজ এ জয় পায় বাংলাদেশের মেয়েরা। আজ পাপুয়া নিউগিনি মহিলা ক্রিকেট দলের বিপক্ষে খেলবে সালমা খাতুনের দল। ম্যাচটি শনিবার বৃষ্টির কারণে হয়নি। পাপুয়া নিউগিনির বিপক্ষে শনিবার প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু বৃষ্টিতে ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় রিজার্ভ ডে-তে গড়ায়। আজ সেই ম্যাচটি হবে। এর আগে দারুণ এক জয় পেয়েছেন সালমারা। রবিবার টস জিতে আগে ব্যাটিংয়ে আসে যুক্তরাষ্ট্রের মেয়েরা। কিন্তু নাহিদা আক্তার ১২ রানে ৩ এবং জাহানারা ৭ রানে ২ ও খাদিজাতুল কুবরা ১০ রানে ২টি করে উইকেট নিলে ১৯.৫ ওভারে তারা মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায়। সুগেথা চন্দ্রশেখর ৩৭ বলে সর্বোচ্চ ১৫ রান করলেও আর কেউ দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। সহজ লক্ষ্যে খেলতে নেমে ওপেনার সানজিদা ইসলামের মারমুখী ৩৪ বলে ৩ চার, ১ ছক্কায় করা ৩০ রানে জয়ের কাছে পৌঁছে বাংলাদেশ। জয় থেকে ৫ রান দূরে থাকতে আয়েশা রহমান (৮) ও সানজিদার উইকেট তুলে নেন সামান্থা রামুতার। তবে নিগার সুলতানা ৪ হাঁকিয়ে দলকে ২ উইকেটে ৪৮ রানে পৌঁছে দেন। ৭০ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পায় বাংলাদেশের মেয়েরা।
×