ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক ওজনদার ক্রিকেটারে বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ১২:০২, ১ সেপ্টেম্বর ২০১৯

এক ওজনদার ক্রিকেটারে বিশ্ব রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট এখন কেবল ব্যাট-বল নয়, ফিটনেসেরও খেলা। বিরাট কোহলি, বেন স্টোকস, মুশফিকুর রহীমদের মতো সুপার ফিট ক্রিকেটারদের জয় জয়কার। অথচ অভিষেকেই ওজন দিয়ে আলোচনায় রাহকিম কর্নওয়াল। পরশু জ্যামাইকায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশে সুযোগ পান ১৪০ কেজি ওজনের এই ক্রিকেটার। উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। মাঠে নেমেই ভেঙ্গে দেন ১০০ বছরের পুরনো রেকর্ড। ১৯০২-১৯২১ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলা ওয়ারউইক আর্মস্ট্রংয়ের ওজন ছিল ১৩৩ থেকে ১৩৯ কেজির মধ্যে। ২৬ বছর বয়সে গর্বের সাদা জার্সি আর মেরুণ ক্যাপ চাপিয়ে সে রেকর্ড ভেঙ্গে দিয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার কর্নওয়াল। প্রথমদিনেই প্রতিপক্ষ টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পুজারার উইকেট নিয়ে দারুণ খুশি এ্যান্টিগায় জন্ম নেয়া বিশাল দেহের অধিকারী এই ক্রিকেটার। তার এমন শরীর নিয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশি আলোচিত। শরীর যে কোন বাধা নয় স্লিপে লোকেশ রাহুলের ক্যাচটা ঠিকঠাক লুফে নিয়ে সকালেই সেটি বুঝিয়ে দেন কর্নওয়াল।
×