ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ শুরু বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় ফুটবল

প্রকাশিত: ১২:০০, ১ সেপ্টেম্বর ২০১৯

আজ শুরু বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ আজ রবিবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল। দুটি প্রতিযোগিতার ট্রফি ও লোগো উন্মোচন হয়েছে শনিবার। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে লোগো-ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন য্বু ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিশেয়নের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, যুব ও ক্রীড়া সচিব ড. জাফরউদ্দিন প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপে এক লাখ ১৩ হাজার ৫০ এবং বঙ্গমাতা গোল্ডকাপে ১১ হাজার ৮২৬ ফুটবলার অংশ নেবেন। উপজেলা, জেলা ও বিভাগীয়পর্ব শেষে জাতীয় পর্যায়ে খেলার ?সুযোগ পাবে ৮টি দল।
×