ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই ধারাবাহিক ২০০তম পর্বে

প্রকাশিত: ০৯:১৬, ৩১ আগস্ট ২০১৯

 দুই ধারাবাহিক  ২০০তম পর্বে

সংস্কৃতি ডেস্ক ॥ দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে দুইটি ধারাবাহিক ‘ভালবাসার আলো-আঁধার’ এবং ‘মান-অভিমান’। ধারাবাহিকগুলো দর্শকদের ভালবাসায় সিক্ত হয়ে আগামী ৫ সেপ্টেম্বর পূর্ণ করতে যাচ্ছে ২০০তম পর্ব। দুই শততম পর্বে পদার্পণকে কেন্দ্র করে একদিকে যেমন নাটকের সেটে রয়েছে আনন্দঘন পরিবেশ, অন্যদিকে নাটকের দর্শকরাও অপেক্ষা করে আছে ২০০তম পর্বে নতুন কোন নাটকীয়তার। দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টায় ‘মান-অভিমান’ ও রাত ৯টায় ‘ভালবাসার আলো-আঁধার’ প্রচার হচ্ছে। জেন অস্টেন রচিত ‘প্রাইড এ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’-এর চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সারোয়ার সৈকত। আশীষ রায়ের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজি সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসাসহ আরও অনেকে। নাটকটির লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম। নাটকে দেখা যায় মধ্যবিত্ত পরিবারের প্রাণোচ্ছল দুই বোন রানু আর বীথিকে। তাদের এই প্রাণোচ্ছল জীবনে একদিন হুট করেই ভালবাসা আসে। আর সেই ভালবাসাকে পেতে গিয়ে জীবনের কঠিন রূপ দেখতে হয় তাদের। একের পর এক পারিবারিক সঙ্কট আর সংঘাতে জড়িয়ে পড়তে হয় দুই বোনকে। দর্শকনন্দিত ধারাবাহিকটির প্রতিপর্বেই ঘটতে থাকে নানা চমকপ্রদ ঘটনা। দর্শকের তাই অধীর অপেক্ষা ২০০তম পর্বে মান-অভিমান নাটকে আর নতুন কী ঘটতে যাচ্ছে! অন্যদিকে দীপ্ত টেলিভিশনের আরেকটি ২০০তম পর্বে উত্তীর্ণ হতে যাওয়া ধারাবাহিক ‘ভালবাসার আলো-আঁধার’ প্রথম থেকেই দর্শকদের মনে ছাপ ফেলে যেতে সক্ষম হয়েছে। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য এবং নুসরাত জাহান ও কলিন রড্রিকের সংলাপে রচিত এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকটির লাইন প্রোডিউসার মোস্তফা মনন। অভিনয় করেছেন সুষমা সরকার, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, আফরোজা বানু, আবুল কাশেম, মিলি মুন্সী, চান্দা মাহজাবিন, রেজাউল সুজন, আইনুন পুতুল, রুহুল, তূর্য, নাজাহ আলাইনা প্রমুখ। একদিকে অফিস-রাজনীতি অন্যদিকে ঘর সামলানো, একদিকে মৃত স্বামীর স্মৃতি অন্যদিকে নতুন জীবনের হাতছানির মধ্যে একলা মা নন্দিনীর দ্বিধা আর দ্বন্দ্বে ঘেরা টানাপোড়েনের জীবনে প্রতি মুহূর্তে মুখোমুখি হতে হয় নতুন নতুন সমস্যার। সেই সমস্যাগুলো জয় করে নন্দিনী কিভাবে এগিয়ে যায় তার কাক্সিক্ষত লক্ষ্যে তা নিয়েই তৈরি ‘ভালবাসার আলো-আঁধার’ গল্পটি। ২০০ তম পর্বে এই ভালবাসা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার বিষয়।
×