ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনীদের ফেরাতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভূমিকা রাখতে হবে ॥ ১৪ দল

প্রকাশিত: ১১:৩১, ২৯ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধুর খুনীদের ফেরাতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভূমিকা রাখতে হবে ॥ ১৪ দল

বিশেষ প্রতিনিধি ॥ প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও জাতির পিতা বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফেরত দিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। জোটটির শীর্ষ নেতারা বলেন, যারা গণতন্ত্র ও মানবতার কথা বলেন, তারা কিভাবে খুনীদের আশ্রয় দেন? মানবতার জন্যই তো আইন। বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনতে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৪ দল আয়োজিত আলোচনা সভায় জোটের শীর্ষ নেতারা এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশ সম্পূর্ণ পাকিস্তানের ভাবধারায় চলছিল। সব শোককে শক্তিকে পরিণত করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অভিষ্ট লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর অপর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রে যারা জড়িত তাদের চিহ্নিত করতে কমিশন গঠন করা প্রয়োজন। তিনি বলেন, বঙ্গবন্ধু বিচক্ষণ নেতা ছিলেন। একবার যা বলতেন তাই করতেন। তিনি লক্ষ্য স্থির করে রাজনীতি করতেন এবং তা পূরণ করতেন। তাঁর কন্যা শেখ হাসিনাও পিতার মতোই লক্ষ্য স্থির করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ে তুলছেন। সভাপতির বক্তৃতায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের বাংলাদেশে ফেরত দিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশের জাতির পিতার হত্যাকারীদের অন্যদেশে আশ্রয় দেয়ার নজির নেই। যারা গণতন্ত্র ও মানবতার কথা বলেন, তারা কিভাবে খুনীদের আশ্রয় দেন? মানবতার জন্যই তো আইন। এক্ষেত্রে আইনের দোহাই না দিয়ে আইন পরিবর্তন করে হলেও জাতির পিতার খুনীদের ফেরত দিন। যেদেশে আব্রাহাম লিংকন, মার্টিন লুথার কিং দের জন্ম সেদেশে খুনীদের আশ্রয় হবে কেন? কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রাডো’র সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই পিয়েরে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ভয়ঙ্কর খুনী রশিদ-ডালিম-নুরদের ফেরত দিতে তিনি ১৪ দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি জানিয়ে বলেন, তাদের ফিরিয়ে আনতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে জনমত সৃষ্টিতে শীঘ্রই কর্মসূচী ঘোষণা করবে ১৪ দল। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, পঁচাত্তরের আগেও ‘এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ সেøাগান ছাড়া কিছুই ছিল না। তাই এখন সবার সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
×