ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সৌদি থেকে ফিরে এল আরও ৬৪ নারী শ্রমিক

প্রকাশিত: ১১:০৮, ২৮ আগস্ট ২০১৯

সৌদি থেকে ফিরে এল আরও ৬৪ নারী শ্রমিক

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবের নিয়োগ কর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা নির্যাতনের অভিযোগের মধ্যে আরও ৬৪ নারী শ্রমিক দেশে ফিরে এসেছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ‘সেইফ হোমে, আশ্রয় নেয়া এই নারীদের সোমবার ফেরত পাঠানো হয় বলে ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন। খবর বিডিনিউজের। তিনি বলেন, তারা ‘স্বেচ্ছায়’ দেশে ফিরে যেতে চেয়েছিল। তাই দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি আরবের বিভিন্ন শহরে কর্মরত এসব শ্রমিক সোমবার রাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের গ্রহণ করেন। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ডেস্কের দায়িত্বরত কর্মকর্তা বলেন, সৌদি আরব থেকে ফেরা নারী শ্রমিকদের সবারই নিয়োগকর্তার বিরুদ্ধে কোন না কোন অভিযোগ ছিল। সৌদি আরবের বাসা-বাড়িতে কাজ করতে যাওয়া অনেক বাংলাদেশী নারীই অকালে দেশে ফিরে নিয়োগ কর্তাদের কাছে নির্যাতিত হওয়ার অভিযোগ করেন তারা।
×