ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বাস শ্রমিককে মারপিট ॥ বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০৯:২২, ২৮ আগস্ট ২০১৯

সাতক্ষীরায় বাস শ্রমিককে মারপিট ॥ বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বাস শ্রমিকদের মারপিট করে আহত করার প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাস মালিক সমিতি। এদিকে জেলাব্যাপী বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। জেলা বাস মালিক সমিতির দায়িত্বশীল একটি সূত্র জানায়, সাতক্ষীরা আশাশুনি সড়কে পুরাতন সাতক্ষীরা নামক স্থানে সোমবার গাড়িটির কন্ডাক্টর লিটন হোসেনকে মারপিট করে আহত করে স্থানীয় যুবকরা। মঙ্গলবার আবার একই রুটে ৩২৭৬ নং গাড়ির কন্ডাক্টর আসাদকে ব্যাপক মারপিট করে আহত করে একই এলকার যুবকরা। মারাত্মক আহত অবস্থায় আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। জেলায় প্রায় সকল রুটে এমন ঘটনা ঘটলেও মালিক সমিতির পক্ষ থেকে প্রশাসনে অভিযোগ দিলেও ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়ায় শ্রমিকরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে এই সূত্রটি। কালকিনিতে স্কুলের শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৭ আগস্ট ॥ কালকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমির শহীদ মিনার রাতের আঁধারে ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে প্রায় ২০ বছর আগে ওই বিদ্যালয়ে শহীদ মিনারটি তৈরি করা হয়। সকালে বিদ্যালয়ে শিক্ষকরা এসে দেখে শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ সম্পূর্ণভাবে ভেঙ্গে দিয়েছে। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন আকন থানা পুলিশকে যানায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন আকন বলেন, আমি সকালে স্কুলে এসে দেখি আমাদের শহীদ মিনার ভাঙ্গা। পরে থানা পুলিশকে খবর দিলে ওসি মোঃ মোফাজ্জেল হোসেনসহ কয়েকজন ঘটনাস্থলে আসেন।
×