ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসসিসি’র এডিস মশাবিরোধী অভিযান ॥ দুই বাড়ির মালিকের কারাদন্ড

প্রকাশিত: ১০:৩৯, ২৭ আগস্ট ২০১৯

 ডিএসসিসি’র এডিস মশাবিরোধী অভিযান ॥ দুই বাড়ির মালিকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ নিজের সীমানায় এডিস মশার লার্ভাবিরোধী অভিযানে লার্ভার উপস্থিতি নিশ্চিত হওয়ায় দু’জনকে কারাদন্ড ও দুটি বাড়ির মালিকের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ সময় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশের উপস্থিতি পাওয়ায় ছয়টি বাড়ির মালিককে সতর্ক করা হয়। এ অভিযানে ২০৬টি বাড়ি পরিদর্শন করা হয়। সোমবার ডিএসসিসির ছয়টি ভ্রাম্যমাণ আদালত লার্ভাবিরোধী অভিযান চলাকালে এসব দন্ড প্রদান করে। ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডিএসসিসি সূত্র জানায়, এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে মেয়র সাঈদ খোকনের ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহকে টার্গেট করে কাজ করছে ডিএসসিসি।
×