ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জিএম কাদেরের

প্রকাশিত: ১১:০২, ২৫ আগস্ট ২০১৯

সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জিএম কাদেরের

স্টাফ রিপোর্টার ॥ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, সংখ্যালঘুদের প্রাপ্যতা দেখাশুনার জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় বা কমিশন থাকতে পারে। যাতে তারা তাদের প্রাপ্য অধিকার পেতে পারে, আমরা এটাকে সমর্থন করি। সরকারের উচিত সংখ্যালঘু কমিশন গঠন করা। যদিও এমন দাবি অনেক দিন থেকেই উঠেছে। আশাকরি সরকার এ ব্যাপারে আন্তরিক হবে। সেইসঙ্গে দাবির বাস্তবায়ন দেখতে চাই। শনিবার জাতীয় প্রেসক্লাবে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাদিন উপলক্ষে শ্রীকৃষ্ণ সেবাসংঘ আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
×