ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরাজয়ের গ্লানি মোচন করতে মুক্তিযুদ্ধ বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে ॥ ইন্দিরা

প্রকাশিত: ১০:৫৬, ২১ আগস্ট ২০১৯

পরাজয়ের গ্লানি মোচন করতে মুক্তিযুদ্ধ বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে ॥ ইন্দিরা

স্টাফ রিপোর্টার ॥ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, একটি দেশের মানুষের মুক্তির পূর্ব শর্ত হলো স্বাধীনতা। বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জন করে যখন অর্থনৈতিক মুক্তি ও সবুজ বিপ্লবের ডাক দিলেন তখনই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। বিজয়ের আনন্দ ক্ষণস্থায়ী। কিন্তু পরাজয়ের গ্লানি চিরস্থায়ী। পরাজয়ের গ্লানি মোচন করার জন্য যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। মঙ্গলবার মহিলা বিষয়ক অধিদফতরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক বদরুন নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। এ সময় মন্ত্রণালয় ও অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আরা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার কারণ ছিল বঙ্গবন্ধু পরিবারের নেতৃত্বে যেন স্বাধীনতার মূল্যবোধ ঘুরে দাঁড়াতে না পারে। প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, ১২ আগস্ট ১৯৭৫ সাল। সকালে আমি ধানম-ির ৩২ নম্বরে যায় শেখ কামাল ভাইয়ের সঙ্গে দেখ করতে। ৩২ নম্বরের বাসার কাছেই যেতে দেখি বঙ্গবন্ধু গাড়িতে অফিসের উদ্দেশে রওনা করেছে।
×