ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ ঘণ্টা বিলম্বে ছাড়ল নীলসাগর এক্সপ্রেস

প্রকাশিত: ০৮:৪২, ১৯ আগস্ট ২০১৯

 ১০ ঘণ্টা বিলম্বে ছাড়ল নীলসাগর  এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চিলাহাটি স্টেশন হতে ট্রেন ছাড়ার কথা ছিল শনিবার রাত ৯টা ২০ মিনিটে। ঢাকা কমলাপুর পৌঁছবে পরের দিন সকাল ৭টায়। সেখান থেকে আবার ট্রেনটি সকাল ৮টায় চিলাহাটির দিকে রওনা দেবে। কিন্তু চিলাহাটি হতেই ট্রেন ছাড়ল পরের দিন রবিবার ভোর ৩টা ৪৫ মিনিটে। নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি যাত্রাকালীন ৬ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে ছাড়লেও চলন্ত পথেই ট্রেনটি আরও পিছিয়ে পড়ে। এতে ট্রেনটি ঢাকার কমলাপুর পৌঁছা পর্যন্ত ১০ ঘণ্টা বিলম্ব হয়। ট্রেনটি রবিবার বিকেল সাড়ে চারটায় কমলাপুরে প্রবেশ করে। ফিরতি পথের যাত্রীরা সকাল ৮টা হতে কমলাপুরে অপেক্ষা করে দুর্ভোগের শিকার হয়। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের একজন কর্মকর্তা মুঠোফোনে বলেন, আশা করছি নীলসাগর এক্সপ্রেস বিকেল সাড়ে ৫টায় চিলাহাটি অভিমুখে ছেড়ে যাবে। নীলফামারী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে ও পরে নীলসাগর ট্রেনের সময়সূচী অনুযায়ী চলছে না। ট্রেন দেরিতে আসছে, দেরিতে যাচ্ছে। জানা যায়, ঈদের একদিন আগে ট্রেনটি ১৬ ঘণ্টা দেরিতে চলাচল করে। ট্রেনযাত্রী বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা সাইদুল ইসলাম মুঠোফোনে বলেন, বাসে গেলে দীর্ঘক্ষণ যানজটে বসে থাকতে হবে ভেবে ট্রেনের টিকেট কাটেন। তাও অনেক ঝক্কি পোহাতে হয়েছে। কিন্তু তাতে লাভ হলো না। সড়ক পথের চেয়ে বেশি সময় দুর্ভোগ দেখছি ট্রেনে।
×