ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় যমুনা নদীতে নিখোঁজ দুই ভাইয়ের একজনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:৪৪, ১৮ আগস্ট ২০১৯

বগুড়ায় যমুনা নদীতে নিখোঁজ দুই ভাইয়ের একজনের মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে ডুবে গিয়ে শুক্রবার নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মধ্যে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ওমর আলী (১৫) নামে একজনের মৃতদেহ শনিবার উদ্ধার করেছে। নিখোঁজ অপর ভাই জাহিদ হাসানের সন্ধান শনিবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। দুই ভাই বগুড়ার উপ শহর এলাকার শাহিন স্কুলের ছাত্র। শুক্রবার সকালে শহরের আটাপাড়া এলাকার হোমিও চিকিৎসক আতিকুর রহমানের দুই ছেলে নবম শ্রেণীর ছাত্র ওমর আলী ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র জাহিদসহ ১২/১৪ জন যমুনা নদী দেখতে সারিয়াকান্দিতে বেড়াতে যায়। দুপুরে স্থানীয় কালিতলা গ্রোয়েন ঘাট থেকে নৌকায় তারা পাকুরিয়ার চরে যায়। সেখানে ফুটবল খেলার সময় বল পানিতে পড়ে যায়। ওই দুই ভাই তা পানি থেকে তুলতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা সেখানে তাদের সন্ধানে তল্লাশি চালায়। পরবর্তীতে রাজশাহী থেকে ডুবুরি দলকে ডেকে পাঠানো হয়। সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে সকালে ডুবুরি দল নিয়ে তারা আবার উদ্ধার কাজ শুরু করেন। বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ গজ দূরে নদীর তলায় আটকে থাকা অবস্থায় স্কুল ছাত্র ওমর আলীর মৃতদেহ পাওয়া যায়। ওমর ও জাহিদের চাচা মাসুদ জানিয়েছেন, ঘটনার সময় ওই দু’জনের পিতা আতিকুর রহমানও সেখানে ছিলেন।
×