ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গুইসাপ খেয়ে মারা গেল বঙ্গবন্ধু সাফারি পার্কের বাঘ

প্রকাশিত: ১২:২৯, ১৭ আগস্ট ২০১৯

 গুইসাপ খেয়ে মারা গেল বঙ্গবন্ধু সাফারি  পার্কের বাঘ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গুইসাপ খেয়ে অসুস্থ হওয়ার এক সপ্তাহ পর ঈদের দিন একটি বাঘকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ বাঘের মৃত্যুর পর ওই পার্কে এখন বাঘ পরিবারের সদস্য সংখ্যা দাঁড়াল ১২ তে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তবিবুর রহমান জানান, গত ৫ আগস্ট দুপুরে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বাঘ বেষ্টনীতে ঢুকে পড়া বড় আকৃতির একটি গুইসাপকে ধরে খেয়ে ফেলে একটি বাঘ। পরে এদিন বিকেলে অন্যান্য বাঘ খাবার খেতে নির্দিষ্ট ঘরে গেলেও ওই বাঘটি আর যায়নি। পরদিন বাঘ বেষ্টনীর গেটম্যান নজরুল ইসলাম পার্ক কর্মকর্তাকে বাঘের গুইসাপ খাওয়ার কথা জানান। তবে এ ব্যাপারে কোন মেডিক্যাল বোর্ড বা তদন্ত কমিটি গঠন করা হয়নি। এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উকিল উদ্দিন জানান, মৃত বাঘটির ময়নাতদন্ত করার পর তার দেহের নমুনা পরীক্ষার জন্য ১৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় রোগ গবেষণালয়ে পাঠানো হয়েছে।
×