ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এনটিভিতে কাল হাসান রেজাউলের টেলিফিল্ম ‘জলছবি’

প্রকাশিত: ০৮:৪০, ১৭ আগস্ট ২০১৯

 এনটিভিতে কাল হাসান রেজাউলের টেলিফিল্ম ‘জলছবি’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল এনটিভিতে আগামীকাল রবিবার বেলা ২-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘জলছবি’। প্রতিভাবান নাট্যকার সুভাশীষ সিনহার গল্প ও চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করেছেন আরেক তরুণ নির্মাতা হাসান রেজাউল। এনটিভির ঈদ আয়োজনের বিশেষ অনুষ্ঠানমালায় আজ টেলিফিল্মটি প্রচার হবে। টেলিফিল্মের বিশেষত্ব হলো এতে অনেক দিন পর অভিনয় করেছেন দেশের খ্যাতিমান অভিনেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর। আরও আছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান এবং মঞ্চের সুপ্রিয় অভিনেত্রী জ্যোতি সিনহা, দিলারা জামান, রওনাক হাসান, অবিদ রেহানসহ আরও অনেকে। বঙ্গবিডি প্রযোজিত ‘জলছবি’ টেলিফিল্মটি প্রযোজনা করেছেন মুশফিকুর রহমান মজনু। চিত্রগ্রহণ মিঠু মনির, সম্পাদনা অমিতাভ মজুমদার, সঙ্গীত সাদ শান, লাইন প্রডিউসার সাজ্জাদ হোসেন তিতাস, কো-অর্ডিনেটর আবিদ আহসান অনিক, নির্বাহী প্রযোজক খোরশেদ আলম। টেলিফিল্মে খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নুরের সঙ্গে অভিনয় প্রসঙ্গে জ্যোতি সিনহা বলেন, আকৈশোর যাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, দূর থেকেও শিখেছি, শিখছি অভিনয়ের অনেক কিছু, তাঁর সঙ্গেই কিনা অভিনয় করতে হবে, তাও আমার সাবলীল বিচরণক্ষেত্র মঞ্চে নয় ক্যামেরার সামনে! কাহিনী সেখানেই শেষ নয়, অভিনয়টা করতে হবে শ্রদ্ধার মানুষটির অসমবয়সী স্ত্রীর ভূমিকায়। নির্মাতা হাসান রেজাউলের কাছ থেকে প্রস্তাবটা পাওয়ার পর মহা স্নায়ুচাপ শুরু। নাট্যকার শুভাশিস দা বললেন, চরিত্রের ভেতর ঢোকার আগে এসব ভাবনা হয়, ঢুকে পড়লে আর কিছু মাথায় আসবে না। তার কথায় ভরসা পেলাম। শূটিংয়ে গিয়ে সেই ভয় ধীরে ধীরে কাটতে লাগল। আসাদুজ্জামান নূর স্যার নিজেই বিষয়টি সহজ করে দিলেন। শুধু বললেন, ক্যামেরার সামনে আর্টিফিস্যাল হওয়া যাবে না, থাকতে হবে ন্যাচারাল, আর আন্ডারটৌন। প্রিয় অভিনেত্রী তারিনসহ মহড়াও হলো বেশ। পরিচালক হাসান রেজাউল, চিত্রগ্রাহক মিঠু মনিরসহ সেটের সবাই খুব আন্তরিক ছিলেন বলেই কাজটি করতে পেরেছি। টেলিফিল্মের পরিচালক হাসান রেজাউলকে ধন্যবাদ চমৎকার প্রস্তাবনাটির জন্য। জ্যোতি সিনহা আরও বলেনÑ এতে আমার পর্দায় উপস্থিতি অল্পই, তবে চরিত্রটিতে অভিনয়ের ব্যাপক আনন্দ আছে। জানি না কতটুকু কেমন করতে পেরেছি। সব মিলিয়ে ভাল একটা কাজ হয়েছে। তবে আশা করি দর্শকরা নিরাশ হবেন না।
×