ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৮:৩৩, ১১ আগস্ট ২০১৯

টুকরো খবর

তাঞ্জানিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৫৭ পূর্ব আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই বিস্ফোরণে আরও ৬৫ জন আহত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ট্যাঙ্কারে আগুন জ্বলছে এবং লোকজন দগ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে। একটি সূত্র জানিয়েছে, ওই ট্যাঙ্কার থেকে লোকজন জ্বালানি নেয়ার চেষ্টা করছিল। সে সময়ই জ্বালানিসহ ট্যাঙ্কারটি উল্টে যায় এবং এতে বিস্ফোরণ ঘটে। মরোগোরো এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি বন্দরনগরী দার এস সালাম থেকে ২শ’ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মরোগোরো শহর কার্গো এবং জ্বালানি সরবরাহের একটি অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়। এটি তাঞ্জানিয়ার বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। ওই বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ড্যানিয়েল গোগো নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, পরিস্থিতি খুবই খারাপ। -বিবিসি যুক্তরাষ্ট্রে ৩শ’ অভিবাসী গ্রেফতার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় মিসিসিপি রাজ্যে অবৈধ অভিবাসী দমন অভিযানে মেক্সিকো এবং গুয়াতেমালার প্রায় ৩শ’ নাগরিক গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে দেশ দু’টির সরকার। টুইটারে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অভিযানে ১২২ মেক্সিকান গ্রেফতার হয়েছে। এর মধ্যে ৩৪ জনকে মুক্তি দিয়ে অভিবাসন কর্তৃপক্ষের সামনে তাদেরকে শুনানিতে হাজির হওয়ার দিনক্ষণও বলে দেয়া হয়েছে। গুয়াতেমালার পররাষ্ট্র মন্ত্রণালয় মিসিসিপি অভিযানে তাদের ১৭৬ নাগরিক গ্রেফতার হওয়ার কথা জানিয়েছে। এদের মধ্যে ১৪২ পুরুষ এবং ৩৪ নারী। হন্ডুরাসও আটককৃতদের মধ্যে তাদের দুজন নাগরিক আছে বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রজুড়েই অভিবাসীদের ধরপাকড় চলছে। খামার, ফ্যাক্টরিতে হানা দিচ্ছে অভিবাসন বিভাগ। -রয়টার্স রাশিয়ায় রকেট পরীক্ষাকালে পাঁচ জন নিহত রাশিয়ার উত্তরাঞ্চলে আর্চেঞ্জেলস্ক শহরের একটি সামরিক স্থাপনায় রকেট পরীক্ষাকালে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শনিবার আর্চেঞ্জেলস্কের ন্যানোস্কা অঞ্চলে একটি লিকুইড প্রপেলান্ট রকেট ইঞ্জিন পরীক্ষাকালে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির পারমাণবিক সংস্থা রোসাটোম এ তথ্য জানিয়েছে। যদিও বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানায়, রকেট ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং পার্শ্ববর্তী শহরে বিকিরণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার হোয়াইট সি খাড়িতে জাহাজ চলাচল স্থগিত করতে হয়েছে বলেও জানায় তারা। -তাস
×