ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

প্রকাশিত: ১০:৩৪, ১০ আগস্ট ২০১৯

 শিমুলিয়া ঘাটে ঘরমুখো  মানুষের ভিড়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে শুক্রবার ভোর থেকে ঈদে ঘরমুখো মানুষের ঢল নামে। লঞ্চ, ফেরি আর সি-বোটে যাত্রীরা পারাপার হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাট ছেড়েছে। তবে সকালের দিকে যাত্রীর ঢল থাকলেও বিকেলে ঘাটের চিত্র ছিল অন্যরকম। বিকেলে ঘাটে ছিল না কোন যান বাহনের চাপ। ঘাট ছিল মোটামুটি ফাঁকা। ঘাটে ৬০/৭০টি পণ্যবাহী ট্রাকসহ দেড় শতাধিক গাড়ি আছে পারাপারের অপেক্ষায়। শুক্রবার সকালে লঞ্চ ও সি-বোট ঘাটে লঞ্চের অপেক্ষায় দেখা গেছে অসংখ্য যাত্রী। ওপার থেকে যখনই কোন খালি লঞ্চ ঘাটে ভিড়েছে, তখনই যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে লঞ্চে উঠতে। জীবনের ঝুঁকি নিয়েই অতিরিক্ত যাত্রী হয়ে এ নৌরুটের পদ্মা পাড়ি দিয়েছে। এতে যে কোন সময়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষের সেদিকে নজর ছিল না। অন্যদিকে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ রো-রো ফেরি এনায়েতপুরী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ-পরাণ, শাহ-মকদুমসহ মোট ১৭ ফেরি সচল রাখলেও কিছুতেই যেন কমতে ছিল না যানবাহনের সংখ্যা। এর ফলে ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল প্রায় ৪ শতাধিক যান। মানিকগঞ্জ ॥ এদিকে নিজস্ব সংবাদদাতা জানান, ভোর থেকেই যানবাহনের ঢল নামতে থাকে পাটুরিয়া ঘাটের দিকে। পাটুরিয়া ঘাট এলাকায় পোছানোর পর দুর্ভোগ ছাড়াই পার হয়ে যাচ্ছে যাত্রীবাহী কোচ, মাইক্রোবাস ও প্রাভেটকার। তবে চরম দুর্ভোগ পোহাতে হয় পুরো ঢাকা-আরিচা মহাসড়ক জুড়ে। পাটুরিয়া ঘাট থেকে ৮ কিলোমিটার দূরে এই মহাসড়কের উথলী সংযোগ সড়ক থেকে মানিকগঞ্জ এলাকার ৪৪ কিমি পর্যন্ত জায়গায় জায়গায় গাড়ির দীর্ঘ সারি। মানিকগঞ্জের গোলোড়া থেকে উথলী সংযোগ সড়ক পর্যন্ত প্রায় ৪ হাজার ছোট বড় গাড়ি জমে থাকছে। কখনও ধীরগতি কখনও দীর্ঘ সময় থেমে থাকা। ১ ঘণ্টার পথ পার হতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘণ্টা। মাদারীপুর ॥ এদিকে নিজস্ব সংবাদদাতা জানান, শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে যাত্রীদের উপচেপড়া ভিড় পড়েছে। ফেরি, লঞ্চ, স্পিডবোট সর্বত্র যাত্রী আর যাত্রী। সুযোগ বুঝে ভাড়া বাড়ানো হয়েছে নৌযানগুলোতে। ঢাকাসহ বিভিন্ন প্রান্ত থেকে কয়েকগুণ ভাড়া গুনে এসে নৌযানে বাড়তি ভাড়া দিয়ে কাঁঠালবাড়ি থেকে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। এদিকে দুপুর থেকে গরু বোঝাই ট্রাকের চাপ বেড়েছে। তবে তা অগ্রাধিকার ভিত্তিতে পার করে দেয়া হচ্ছে। দুপুরের দিকে কিছু পরিবহন এসেছে। তবে তা সংখ্যায় কম। দু-একটি গাড়ি ও কানায়-কানায় যাত্রী বোঝাই করে কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ছেড়ে যাচ্ছে। মাঝে-মাঝে পরিবহন না থাকায় কোরবানির পশু বোঝাই ট্রাক ঘাটে এলে তাই নিয়ে ফেরি ছাড়ছে।
×