ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কঠোর নিরাপত্তা বলয়ে জাতীয় ঈদগা, সিসি ক্যামেরা মেটাল ডিটেক্টর

প্রকাশিত: ১০:১৪, ১০ আগস্ট ২০১৯

কঠোর নিরাপত্তা বলয়ে জাতীয়  ঈদগা, সিসি  ক্যামেরা  মেটাল ডিটেক্টর

স্টাফ রিপোর্টার ॥ ঈদ উপলক্ষে জাতীয় ঈদগা ময়দান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকছে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। ঈদগা ময়দানের প্রবেশ পথে বসানো হচ্ছে আর্চওয়ে মেটাল ডিটেক্টর। সেইসঙ্গে ঈদগা ময়দানসহ আশপাশে বসানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। ঈদগা ময়দানসহ আশপাশের এলাকায় সকাল থেকেই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগত ধর্মপ্রাণ মুসল্লিদের যানবাহন রাখার জন্য ময়দানের আশপাশের এলাকায় পার্কিংয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ঈদের পর যানজট এড়াতে কোরবানির প্রাণীর চামড়াবাহী যানবাহন নিরাপদে সাভারের চামড়া শিল্প নগরীর দিকে পাঠানো হবে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগা মাঠের জামাতে অংশ নিচ্ছেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিচারপতি, কূটনীতিক, উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসল্লিগণ। ঈদগা মাঠ ও তার আশপাশের এলাকায় বোম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে তল্লাশি চালানো হবে। ভিভিআইপি ও ভিআইপিদের গাড়ি প্রবেশ ও পার্কিং এলাকা ॥ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় ঈদগাহ ময়দানের আশপাশের নিম্নবর্ণিত স্থানসমূহ পার্কিং এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের নিকটবর্তী নির্ধারিত পার্কিংয়ে শুধুমাত্র ভিভিআইপি ও ভিআইপিগণের গাড়িসমূহ মৎস্য ভবন হয়ে প্রবেশ করবে। সাধারণ গাড়ি চলাচল ও পার্কিং ॥ জিরো পয়েন্ট ও ইউবিএল ক্রসিংয়ের (মুক্তাঙ্গণ) উভয়পার্শ্ব, দোয়েল চত্বরের দক্ষিণ-পশ্চিম-উত্তরপার্শ্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে বঙ্গবাজার হকার্স মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উভয়পার্শ্ব, মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকে কার্পেট গলি রোড ক্রর্সিং পর্যন্ত রাস্তার উভয়পার্শ্ব।
×